পাবনা প্রতিনিধি : পাবনার পুস্পপাড়ায় দুর্বৃত্তদের গুলিতে আহত আরও একজন মারা গেছেন। উন্নত চিকিৎসার জন্য ঢাকা আনার পথে সিরাজগঞ্জের কড্ডার মোড় নামক স্থানে রবিবার সকাল ৬টার দিকে মারা যান রফিকুল ইসলাম (২৫)।

রফিকুলের সঙ্গে থাকা তার মামাত ভাই রতন মৃত্যুর খবরের সত্যতা নিশ্চিত করেছেন।

এ নিয়ে নিহতের সংখ্যা দাঁড়াল চার জনে।

নিহত রফিকুল সদর উপজেলার ধর্ম গ্রামের সিরাজুল ইসলামের ছেলে। তিনিও আওয়ামী লীগের কর্মী ছিলেন বলে দাবি করা হচ্ছে।

এর আগে পাবনা সদর উপজেলার পুষ্পপাড়া বাজারে শনিবার রাত ৮টার দিকে দুর্বৃত্তদের গুলিতে আওয়ামী লীগের তিন কর্মী নিহত হন।

নিহতরা হলেন- সুলতান হোসেন (৩৫), ফজলু রহমান (৩৮) ও আবদুস সালাম (৪০)। তাদের বাড়ি ধর্মগ্রাম ও পীরগাছা গ্রামে।

এ সময় গুলিবিদ্ধ হয়ে আরও চারজন আহত হয়েছেন। আহতদের একজন ছিলেন রফিকুল ইসলাম।

জেলা আওয়ামী লীগের সহ-সভাপতি সাইদুল হক চুন্নু বলেন, ‘নিহতরা আওয়ামী লীগের কর্মী। স্থানীয় বিএনপি-জামায়াতের সন্ত্রাসীরা এ হত্যাকাণ্ড ঘটিয়েছে।’

পাবনার পুলিশ সুপার মিরাজ উদ্দিন ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, ঘটনার সময় ওই হতাহতরা পুষ্পপাড়া বাজারে এক দোকানে বসেছিলেন। এ সময় একদল সন্ত্রাসী তাদের লক্ষ্য করে এলোপাতারি গুলি চালিয়ে পালিয়ে যায়। এতে ঘটনাস্থলেই তিনজন নিহত হন।

খবর পেয়ে আতাইকুলা থানা পুলিশ ঘটনাস্থলে গিয়ে নিহত তিনজনের মৃতদেহ উদ্ধার করে। পূর্ব শত্রুতার জের ধরে এ ঘটনা ঘটতে পারে বলে প্রাথমিকভাবে ধারণা করছে পুলিশ।

এ ঘটনার পর থেকে এলাকায় আতঙ্ক বিরাজ করছে। এলাকায় অতিরিক্ত পুলিশ ও র‌্যাব মোতায়েন করা হয়েছে।

(ওএস/এইচআর/জুন ০১, ২০১৪)