স্টাফ রিপোর্টার :বিএনপির যুগ্ম মহাসচিব অ্যাডভোকেট রুহুল কবির রিজভী আহমেদ বলেছেন, নিম্ন আদালতকে প্রধানমন্ত্রী শেখ হাসিনার প্রাইভেট আদালত বানানোর চেষ্টা চলছে।

শুক্রবার (২৯ জানুয়ারি) বেলা ১১টায় জাতীয় প্রেসক্লাবে জাতীয়তাবাদী মহিলা দল আয়োজিত মানববন্ধনে তিনি এ মন্তব্য করেন।

বিএনপির চেয়ারপারসন খালেদা জিয়ার বিরুদ্ধে দায়ের করা রাষ্ট্রদ্রোহ মামলা ত‍ুলে নেওয়ার দাবিতে এ মানববন্ধনের আয়োজন করা হয়।

রিজভী বলেন, দেশের অন্যায় অবিচার থেকে মানুষের দৃষ্টি সরিয়ে নেওয়ার জন্য খালেদা জিয়ার বিরুদ্ধে এ ধরনের মামলা দেওয়া হচ্ছে।

তিনি বলেন, আইন অনুযায়ী খালেদা জিয়ার বিরুদ্ধে এই ধরনের মামলা কখনো দায়ের করা যায় না। আইনের ছাত্র হিসেবে আমি তা জানি।

মানববন্ধনে উপস্থিত ছিলেন- বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা মির্জা ‍আজম, মহিলা দলের কেন্দ্রীয় কমিটির সাধারণ সম্পাদক শিরিন সুলতানা, মুক্তিযোদ্ধা দলের সাধারণ সম্পাদক সাদেক খান প্রমুখ।

বক্তারা এই মামলা রাজনৈতিক ভাবে মোকাবিলা করার ঘোষণা দেন।

জিয়া পরিবারকে রাজনীতি থেকে সরানোর জন্য এ মামলা দেওয়া হয়েছে বলেও অভিযোগ করেন বক্তারা।


(ওএস/এস/জানুয়ারি২৯,২০১৬)