মুন্সীগঞ্জ প্রতিনিধি :  শুক্রবার বেলা ১১টার দিকে ঢাকা-মাওয়া-লৌহজং মহাসড়কের কুমারভোগ পদ্মা সেতু পূনর্বাসন কেন্দ্রর সামনের রাস্তায় এক সড়ক দুর্ঘটনায় রিকশা আরোহী রিয়া বেগম নিহত হয়েছেন। এ ঘটনায় উত্তেজিত জনতা টায়ার জ্বালিয়ে ও গাছের গুড়ি ফেলে মহাসড়ক অবরোধ করেছে।


ঘটনাস্থলে উপস্থিত হয়ে লৌহজং থানার ওসি মোল্লা জাকির হোসেন জনতাকে মহাসড়ক থেকে সরাতে চলা(কাঠ) দিয়ে জনতাকে তাড়া করে। এতে উত্তেজিত জনতা ওসিকে লাঠিসোটা দিয়ে গনধোলাই দেয়। পরিস্থিতি খারাপ থেকে ওসি একটি মটর সাইকেলে করে পালিয়ে যায়।

ঘটনার বিবরণে জানা যায়, নিহত রিমা বেগম একটি রিকশায় করে পদ্মা সেতু পূনর্বাসন কেন্দ্রে একটি বিয়ের অনুষ্ঠানে যাচ্ছিলেন। এ সময় পূনর্বাসন কেন্দ্রের সামনের রাস্তায় ঢাকাগামী টুঙ্গীপাড়া পরিবহনের একটি বাস পিছন থেকে রিকশাটিকে চাপা দিলে রিকশা আরোহী রিমা বেগম ছিটকে বাসের নীচে পরে গিয়ে ঘটনাস্থলেই মারা যান। নিহত রিয়া বেগম কুমারভোগ গ্রামের কুয়েত প্রবাসী আব্দুর রাজ্জাকের স্ত্রী।

(ওএস/এস/জানুয়ারি২৯,২০১৬)