গোপালগঞ্জ প্রতিনিধি : গোপালগঞ্জের টুঙ্গীপাড়ায় তাকিয়া বেগম (১৯) নামে এক গৃহবধুকে হত্যার অভিযোগ উঠেছে। শুক্রবার সকালে টুঙ্গীপাড়া উপজেলার চরকুশলী গ্রাম থেকে পুলিশ ওই গৃহবধুর লাশ উদ্ধার করে। 

পুলিশ জানিয়েছে, ৮ মাস আগে চরকুশলী গ্রামের ইঞ্জিল মোল্লার ছেলে তারিক মোল্লার সাথে সদর উপজেলার বাজুনিয়া গ্রামের সাদেক আলী গাজীর মেয়ে তাকিয়ার সাথে বিয়ে হয়।

ওই গৃহবধুকে যৌতুকের জন্য হত্যা করে লাশ ঝুলিয়ে রাখা হয় বলে নিহতের পরিবারের পক্ষ থেকে অভিযোগ করা হয়েছে। এ ঘটনার পর থেকে গ্রহবধুর স্বামীর বাড়ির লোকজন পলাতক রয়েছে।

টুঙ্গীপাড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মোঃ মাহমুদুল হক জানিয়েছেন, লাশ উদ্ধার করে মর্গে পাঠানো হয়েছে। ময়না তদন্তের রিপোর্ট পাওয়ার পর বলা যাবে এটি হত্যা না আত্মহত্যা।

(এমএইচএম/এএস/জানুয়ারি ২৯, ২০১৬)