নওগাঁ প্রতিনিধি : বৃহস্পতিবার সন্ধ্যায় নওগাঁয় ৩দিনব্যাপী ডিজিটাল উদ্ভাবনী মেলা শুরু হয়েছে। প্রধানমন্ত্রীর কার্যালয়ের একসেস টু ইনফরমেশন (এটুআই) কর্মসূচীর আওতায় নওগাঁ জেলা প্রশাসনের উদ্যোগে স্থানীয় জেলা স্কুল মাঠে এ মেলার উদ্বোধন করেন, নওগাঁ সদর আসনের এমপি জেলা আওয়ামীলীগের সভাপতি মোঃ আব্দুল মালেক।

উদ্বোধনী অনুষ্ঠানে সভাপতিত্ব করেন, জেলা প্রশাসক ড. মোঃ আমিনুর রহমান। এ অনুষ্ঠানে অতিরিক্ত পুলিশ সুপার (সদর) মোহাম্মদ খোরশেদ আলম, সিভিল সার্জন ডা, একেএম মোজাহার হোসেন বুলবুল, অতিরিক্ত জেলা প্রশাসক মোঃ আমিরুল ইসলাম, অতিরিক্ত জেলা ম্যাজিষ্ট্রেট আ ত ম আব্দুল্লাহেল বাকী, সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা রবিউল ইসলাম প্রমুখ বক্তব্য রাখেন।

মেলায় জেলা প্রশাসন, পুলিশ বিভাগ, সিভিলসার্জনের দপ্তর, কৃষি বিভাগ, প্রাণীসম্পদ বিভাগ, শিক্ষা বিভাগ, তথ্য বিভাগসহ বিভিন্ন বেসরকারী প্রতিষ্ঠান, ব্যক্তি উদ্যোক্তা এবং ১১টি উপজেলা থেকে ইউনিয়ন ডিজিটাল সেন্টারসহ প্রায় ৩৫টি ষ্টল প্রদর্শনের জন্য স্থাপিত হয়েছে। এ ছাড়াও একইসঙ্গে জেলা পর্যায়ে ৩৭তম বিজ্ঞান ও প্রযুক্তি মেলা অনুষ্ঠিত হচ্ছে। এর অংশ হিসেবে নওগাঁর বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের মোট ১৫টি ষ্টলে প্রায় ৫০টি বিজ্ঞান প্রকল্প প্রদর্শিত হচ্ছে।

(বিএম/এএস/জানুয়ারি ২৯, ২০১৬)