‘খালেদাই আইন-আদালতকে হয়রানি করছেন’
স্টাফ রিপোর্টার : আওয়ামী লীগের প্রচার ও প্রকাশনা সম্পাদক ড. হাছান মাহমুদ বলেছেন, ‘সরকার খালেদা জিয়াকে নয়, বরং তিনিই দেশের আইন-আদালতকে হয়রানি করছেন। বারবার হাজিরার নির্দেশ দিলেও তিনি (খালেদা জিয়া) আদালতের আদেশ উপেক্ষা করে হাজিরা দেন না। এভাবে অনুপস্থিত থেকে বিএনপি নেত্রী দেশের আইন ও আদালতকে হয়রানি করছেন।’
‘সরকার মামলা করে খালেদা জিয়াকে হয়রানি করছে’-বিএনপি নেতাদের এমন বক্তব্যের জবাবে তিনি এসব কথা বলেন।
শুক্রবার সকালে রাজধানীর ইঞ্জিনিয়ারিং ইন্সটিটিউশন মিলনায়তনে ইউনাইটেড ইসলামী পার্টির জাতীয় সম্মেলনে ড. হাছান মাহমুদ বলেন, জামায়াত-শিবির ও বিভিন্ন উগ্রপন্থি ধর্মীয় গোষ্ঠীর বাংলাদেশে মদদদাতা খালেদা জিয়া। তিনি (খালেদা জিয়া) তার আঁচলের তলায় এসব জঙ্গিগোষ্ঠীকে আশ্রয় দিয়েছেন।
সভায় প্রধান অতিথি ছিলেন আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক মাহবুব-উল আলম হানিফ।
আয়োজক সংগঠনের সভাপতি মাওলানা ইসমাইল হোসেনের সভাপহিতত্বে অনুষ্ঠানে আরও বক্তব্য দেন-আওয়ামী লীগের কেন্দ্রীয় কমিটির সদস্য আমিনুল ইসলাম, এমএ করিম ও পার্টির মহাসচিব মুফতি তাজুল ইসলাম ফারুকী প্রমুখ।
(ওএস/এএস/জানুয়ারি ২৯, ২০১৬)