চাটমোহর (পাবনা) প্রতিনিধি :পাবনার চাটমোহর উপজেলার বেসরকারি প্রাথমিক বিদ্যালয়ের (বর্তমান জাতীয়করণ) অবসরপ্রাপ্ত শিক্ষকদের মাঝে শনিবার সকালে অনুদানের চেক প্রদান করা হয়েছে।

উপজেলা নির্বাহী কর্মকর্তার দপ্তরে চেক প্রদান অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন পাবনা-৩ আসনের এমপি ও কৃষি মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সভাপতি আলহাজ্ব মোঃ মকবুল হোসেন।

তিনি বলেছেন, শেখ হাসিনার সরকার শিক্ষা বান্ধব সরকার। প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনা বেসরকারি প্রাথমিক বিদ্যালয়গুলোকে জাতীয়করণ করেছেন। এ জন্য প্রধানমন্ত্রীর নিকট আমাদের কৃতজ্ঞ থাকতে হবে। কিন্তু অনেকেই নানাভাবে সমালোচনা করছেন। শিক্ষার ক্ষেত্রে বর্তমান সরকার সর্বাধিক গুরুত্ব দিয়েছেন।

এ সময় ইউএনও শেহেলী লায়লা, সহকারী কমিশনার (ভূমি) মোঃ মিজানুর রহমান, উপজেলা শিক্ষা অফিসার আবুল বাশার মোহাম্মদ শামসুজ্জামান, থানার ওসি (তদন্ত) মোঃ নুরুজ্জামান, সহকারী শিক্ষা অফিসার মোঃ কামরুজ্জামান, সহকারী শিক্ষা অফিসার আবুল কালাম আজাদ, সহকারী শিক্ষা অফিসার শাহিনুল আলম, প্রধান শিক্ষক সামিনুল ইসলাম, প্রধান শিক্ষিকা আনোয়ারা বেগমসহ অন্যরা উপস্থিত ছিলেন।

অনুষ্ঠানে অবসরপ্রাপ্ত ৭ জন শিক্ষককে ১০ লাখ ৭৬ হাজার ১৬০ টাকার অনুদানের চেক প্রদান করা হয়।


(এমএনআই/এস/জানুয়ারি ৩০,২০১৬)