নারায়ণগঞ্জ প্রতিনিধি : নারায়ণগঞ্জ-৫ (শহর ও বন্দর) আসনে শূন্য আসনে উপনির্বাচনের প্রার্থী সন্ত্রাস নির্মূল ত্বকী মঞ্চের আহ্বায়ক ও নিহত ত্বকীর বাবা রফিউর রাব্বির মনোয়ন বাতিল করা হয়েছে।

ঋণখেলাপির দায়ে জেলা নির্বাচন কমিশন রবিবার সকালে রাব্বির মনোনয়নপত্র বাতিল ঘোষণা করে। অন্যদিকে নগর আওয়ামী লীগের সভাপতি স্বতন্ত্র প্রার্থী আনোয়ার হোসেন ও আরেক স্বতন্ত্র প্রার্থী এসএম আকরামের মনোনয়ন বৈধ ঘোষণা করা হয়েছে।

এর আগে ২১ মে বুধবার সকাল সাড়ে ১১টায় জেলা নির্বাচন অফিসার তারিফুজ্জামানের কাছ থেকে মনোনয়নপত্র সংগ্রহ করেন রফিউর রাব্বি। স্বতন্ত্র প্রার্থী হিসেবে উপনির্বাচনের অংশ নিতে চেয়েছিলেন তিনি।

৩০ এপ্রিল ভারতের একটি হাসপাতালে নারায়ণগঞ্জ-৫ আসনের সংসদ সদস্য একেএম নাসিম ওসমান মৃত্যুবরণ করেন। তার মৃত্যুর পর এ আসন শূন্য ঘোষণা করা হয়। আগামী ২৬ জুন এ আসনে উপনির্বাচন অনুষ্ঠিত হবে।

(ওএস/এইচআর/জুন ০১, ২০১৪)