মাদারীপুর প্রতিনিধি :মাদারীপুরের পুরানবাজার ব্যবসায়ীদের হাতে শনিবার রাত ৭ থেকে প্রায় ২ ঘন্টা অবরুদ্ধ ছিল মডেল থানার এএসআই মো. আজিজ। পরে থানা থেকে পুলিশ গিয়ে তাকে উদ্ধার করে।

ব্যবসায়ীরা জানায়, পুরান বাজার কাঠপট্টি এলাকায় শহীদ মটরসের কর্মচারী মো. রাজু তার কর্মস্থলে কাজ করছিলো। এসময় মডেল থানা পুলিশের এএসআই মো. আজিজ রাত ৭টার দিকে সেখানে গিয়ে রাজুর পকেটে ইয়াবা দিয়ে আটকের চেষ্টা করে।

খবর পেয়ে স্থানীয় ব্যবসায়ীরা প্রতিবাদ করলে তাকে ছেড়ে দিতে বাধ্য হয়। এই ঘটনায় উত্তেজিত স্থানীয় ব্যবসায়ীরা এএসআই আজিজকে আটকে রাখে। এই খবর পেয়ে মডেল থানা পুলিশ ঘটনাস্থলে এসে ঐ এএসআইকে উদ্ধার করে নিয়ে যায়।

শহীদ মটরসের কর্মচারী মো. রাজু বলেন, ঐ এএসআই এসে আমার পকেটে ইয়াবা ঢুকিয়ে দিয়ে বলে আমি নাকি ইয়াবা ব্যবসা করি।

নাম না প্রকাশের শর্তে কয়েকজন ব্যবসায়ি বলেন, থানার কয়েকজন এসআই ও এএসআই আছে, যারা বিভিন্ন মানুষদের হয়রানী করে। তারা ইয়াবাসহ বিভিন্ন নেশাদ্রব্য সাধারণ মানুষের পকেটে বা ব্যাগে ঢুকিয়ে দিয়ে উল্টো টাকা চায়। যারা ভয়ে টাকা দেয় তাদের কিছু বলেনা। আর যারা দেয়না তাদের নানা হয়রাণি করে। তাই ঊর্ধতন কর্মকর্তাদের কাছে ব্যাপারটি তদন্ত করে প্রয়োজনীয় ব্যবস্থা নেয়ার অনুরোধ করছি। যাতে করে সাধারণ মানুষ হয়রাণির শিকার না হয়।

এ ব্যাপারে মাদারীপুর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মো. জিয়াউল মোর্শেদের কাছে জানতে চাইলে তিনি এ ব্যাপারে কোন কথা বলেননি।

মডেল থানার এএসআই আজিজকে তার ব্যবহৃত মোবাইল ফোনে কল দেয়া হলে তা বন্ধ পাওয়া গেছে। তাই তার বক্তব্য নেয়া সম্ভব হয়নি।

(এএসএ/এস/জানুয়ারি৩১,২০১৬)