গোপালগঞ্জ প্রতিনিধি:কোটালীপাড়া পৌর মেয়র ও উপজেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদকের পরীক্ষার হলে অবস্থান করাকে কেন্দ্র করে উপজেলা নির্বাহী কর্মকর্তার সাথে কথা কাটাকাটির জের ধরে তার অফিসে তালা ঝুলিয়ে দিয়েছে ক্ষুব্ধ জনগণ। এ ছাড়া উপজেলা নির্বাহী কর্মকর্তার অপসারণের দাবীতে সেখানে বিক্ষোভ মিছিল ও সমাবেশ হয়েছে।

আজ সোমবার সকাল ১০ টার দিকে কোটালীপাড়া উপজেলার“কোটালীপাড়া পাবলিক ইনিষ্টিটিউশন”কেন্দ্রে প্রথম দিনের এস এস সি পরীক্ষা শুরুর আগে এ ঘটনা ঘটে।

এ ব্যাপারে কোটালীপাড়া পৌর মেয়রের সাথে কথা হলে তিনি জানান, তিনি নিজে পরীক্ষা কেন্দ্রের একজন সদস্য। তা’ছাড়া উপজেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক এস এম হুমায়ুন কবির ওই শিক্ষা প্রতিষ্ঠানের সভাপতি। কিন্তু, তাদেরকে যে ভাষায় ইউএনও হল থেকে বেরিয়ে যেতে বলেছেন তাতে সেখানে অবস্থানকারী অভিভাবকরা ক্ষিপ্ত হন।
উপজেলা নির্বাহী কর্মকর্তা জিলাল হোসেন ঘটনার সত্যতা স্বীকার করে বলেন, মেয়রের ছেলে এবার এসএসসি পরীক্ষায় অংশ নিচ্ছেন। তিনি হলে অবস্থান করলে এ নিয়ে বিরূপ প্রতিক্রিয়া দেখা দিতে পারে। তাই তাদেরকে অনুরোধ করেছিলাম হলে না থাকার জন্য।

শেষ খবর পাওয়া পর্যন্ত এলাকার পরিস্থিতি শান্ত রয়েছে এবং অফিসের তালা খুলে দেয়া হয়েছে বলে কোটালীপাড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা আব্দুল লতিফ নিশ্চিত করেছেন। বিষয়টি মীমাংসার জন্য সেখানে একটি বৈঠক চলছে বলেও তিনি জানান।

(এমএইচএম/এস/ফেব্রুয়ারি০১,২০১৬)