সিরাজগঞ্জ সদর উপজেলায় আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে দুই গ্রামবাসির সংঘর্ষের ঘটনা ঘটেছে। এতে উভয় পক্ষের অন্তত ১৫ জন আহত হয়েছে। অগ্নিসংযোগ ও ভাংচুর করা হয়েছে ১০ টি বাড়ি ঘড়। পরিস্থিতি নিয়ন্ত্রনে আনতে পুলিশ প্রায় ৩০ রাউন্ড টিয়ার শেল ও রাবার বুলেট নিক্ষেপ করেছে।

সোমবার সকাল আটটা থেকে বেলা এগারটা পর্যন্ত সদর উপজেলার তেলকুপি গ্রামে থেমে থেমে এই সংঘর্ষ ও ভাংচুর-অগ্নিসংযোগের ঘটনা ঘটে।

পুলিশ ও স্থানীয়সূত্র জানায়, আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে দীর্ঘদিন যাবৎ সিরাজগঞ্জ সদর উপজেলার শিয়ালকোল ইউনিয়নের ফুলবাড়ি ও খোকশাবাড়ি ইউনিয়নের তেলকুপি গ্রামবাসির মধ্যে বিরোধ চলে আসছিল। এ অবস্থায় সোমবার সকাল আটটার দিকে ফুলবাড়ি গ্রামের কতিপয় যুবক তেলকুপি গ্রামের বারিক ও লিটনের উপর দেশীয় অস্ত্র নিয়ে হামলা চালিয়ে গুরুতর আহত করে। একই সময়ে তেলকুপি গ্রামবাসির উপরও হামলা চালানো হয়। পরে তেলকুপি গ্রামবাসিও সংঘবদ্ধ হয়ে তাদের প্রতিহত করার চেষ্টা করলে সংঘর্ষ বাধে।

সংঘর্ষে উভয় পক্ষের অন্তত ১৫ জন আহত হয়। এ সময় তেলকুপি গ্রামের আমজাদ হোসেন, আইয়ুব আলী, শফিকুল ইসলাম, রফিক মাষ্টার, জেলহক, কুদ্দুস আলী ও বুদ্দু শেখের বাড়িতে ভাংচুর ও অগ্নিসংযোগ করা হয়।

পরে খবর পেয়ে পুলিশ ও ফায়ার ব্রিগেড সদস্যরা ঘটনাস্থলে পৌছে প্রায় ৩০ রাউন্ড টিয়ার শেল ও রাবার বুলেট নিক্ষেপ করে পরিস্থিতি নিয়ন্ত্রনে আনে।

সিরাজগঞ্জ সদর থানার পরিদর্শক (তদন্ত) বাসুদেব সিনহা এই তথ্য নিশ্চিত করে জানান, বর্তমানে পরিস্থিতি নিয়ন্ত্রনে রয়েছে। ঐ এলাকায় অতিরিক্ত পুলিশ মোতায়েন রয়েছে।#


(এসএস/এস/ফেব্রুয়ারি০১,২০১৬)