সিরাজগঞ্জ প্রতিনিধি :সিরাজগঞ্জ পৌর এলাকায় আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে দু-মহল্লাবাসির সংঘর্ষে একজন নিহত হয়েছে। এতে উভয় পক্ষের অন্তত ১০ জন আহত হয়েছে। পরিস্থিতি নিয়ন্ত্রনে আনতে পুলিশ প্রায় ১০ রাউন্ড টিয়ার শেল ও রাবার বুলেট নিক্ষেপ করেছে।

সোমবার বেলা সাড়ে এগারটার দিকে পৌর এলাকার পুঠিয়াবাড়ি মহল্লায় এই সংঘর্ষের ঘটনা ঘটে।

নিহত বাবু সেখ (৩০) পৌর এলাকার পুঠিয়াবাড়ি মহল্লার আকবর হোসেনের ছেলে। তবে তাৎক্ষনিকভাবে আহতদের নাম-পরিচয় পাওয়া যায়নি।

পুলিশ ও স্থানীয়সূত্র জানায়, বালু মহলের আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে দীর্ঘদিন যাবৎ সিরাজগঞ্জ পৌর এলাকার পুঠিয়াবাড়ি ও মতি সাহেবের ঘাট এলাকাবাসির মধ্যে বিরোধ চলে আসছিল। এরই একপর্যায়ে সোমবার বেলা সাড়ে এগারটার দিকে দুই মহল্লাবাসির সংঘর্ষ বাধে। এ সময় উভয় পক্ষই দেশীয় অস্ত্র নিয়ে সংঘর্ষে জড়িয়ে পড়ে। এতে প্রতিপক্ষের আঘাতে বাবুসহ অন্তত ১১ জন আহত হয়। আহতদের সিরাজগঞ্জ জেনারেল হাসপাতালে নেয়া হলে চিকিৎসাধিন অবস্থায় বাবু মারা যায়। বাকিদের চিকিৎসা চলছে।

পরে খবর পেয়ে পুলিশ সদস্যরা ঘটনাস্থলে পৌছে পরিস্থিতি নিয়ন্ত্রনে আনতে প্রায় ১০ রাউন্ড টিয়ার শেল ও রাবার বুলেট নিক্ষেপ করে।

সিরাজগঞ্জ সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) হাবিবুল ইসলাম এই তথ্য নিশ্চিত করে জানায়, বর্তমানে পরিস্থিতি স্বাভাবিক রয়েছে।





(এসএস/এস/ফেব্রুয়ারি০১,২০১৬)