স্টাফ রিপোর্টার : পোল্ট্রি শিল্প খাতে কর ছাড়ের (অবকাশ) মেয়াদ ২০১৫ থেকে বাড়িয়ে ২০২৫ সাল পর্যন্ত করার দাবি জানিয়েছে ব্রিডার্স অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ (বিএবি)।

রবিবার সকালে সচিবালয়ে অর্থমন্ত্রী আবুল মাল আব্দুল মুহিতের সঙ্গে সাক্ষাৎ করে সংগঠনটির একটি প্রতিনিধি দল এ দাবি জানায়।

সাক্ষাৎ শেষে পাঁচ সদস্যের প্রতিনিধি দলের নেতা ও সংগঠনের মহাসচিব সাইদুর রহমান বাবু জানান, পোল্ট্রি শিল্পখাতে ২০২৫ পর্যন্ত দীর্ঘ মেয়াদে কর ছাড় সুবিধা না দিলে যারা ব্যবসা গুটিয়ে নিয়েছেন অথবা যারা এ খাতে বিনিয়োগ করতে চান তারা উৎসাহী হবেন না। এজন্য আমরা কর ছাড় সুবিধার মেয়াদ বাড়ানোর অনুরোধ জানিয়েছি।

পোল্ট্রি শিল্পের জন্য ব্যাংক সুদের হার কমিয়ে ৯ শতাংশ করারও দাবি জানিয়েছে সংগঠনটি। বর্তমানে ১৫-১৬ শতাংশ হারে ব্যাংক সুদ আদায় করা হচ্ছে।

সাইদুর রহমান বাবু বলেন, প্রায় ৭০ লাখ লোক সরাসরি পোল্ট্রি শিল্পের ওপর নির্ভরশীল, এ খাতে বিনিয়োগ রয়েছে প্রায় ২৫ হাজার কোটি টাকা। পর্যাপ্ত সুবিধা না পেয়ে অনেক ক্ষুদ্র ও প্রান্তিক খামারী এখন সর্বস্ব হারিয়ে পথে বসেছেন।

এ অবস্থায় সরকার নজর না দিলে পোল্ট্রি শিল্পে ধস নামতে পারে বলেও আশঙ্কা প্রকাশ করেন তিনি।

এছাড়া, অর্থমন্ত্রীর সঙ্গে সাক্ষাৎকালে ফিড মিলকে পূর্বের ন্যায় কর ছাড়ের আওতায় রাখার অনুরোধ জানিয়েছে প্রতিনিধি দলটি।

পাঁচ সদস্যের এ প্রতিনিধি দল প্রায় ৪০ মিনিট অর্থমন্ত্রীর সঙ্গে বৈঠক করেন।

(ওএস/এইচআর/জুন ০১, ২০১৪)