গোপালগঞ্জ প্রতিনিধি : গোপালগঞ্জের ঐতিহ্যবাহী বিদ্যাপিঠ অনির্বাণ স্কুলের ২৬তম প্রতিষ্ঠা বার্ষিকী নানা আয়োজনের মধ্য দিয়ে পালিত হয়েছে। এ উপলক্ষে মঙ্গলবার অনির্বাণ স্কুলের সামনে থেকে একটি বর্ণাঢ্য র‌্যালী বের করা হয়।

র‌্যালীটি জেলা শহরের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে ওই একই স্থানে গিয়ে শেষ হয়। স্কুলের কয়েক হাজার শিক্ষার্থী, শিক্ষক ও অভিভাবকেরা এ র‌্যালীতে অংশ নেন। এছাড়া আলোচনা সভার আয়োজন করা হয়।

১৯৯০ সালের ২ ফেব্রয়ারি মোঃ আবু হোসেন এ স্কুলটি প্রতিষ্ঠা করেন। বিগত দিনে সমাপনী ও বৃত্তি পরীক্ষায় জেলার মধ্যে ইশ্বর্নিয় ফলাফল করে আসছে স্কুলটি।

(এমএইচএম/এএস/ফেব্রুয়ারি ০২, ২০১৬)