নওগাঁ প্রতিনিধি : নওগাঁ শহররক্ষা বাঁধ নির্মাণে নদীতীরবর্তী ব্যক্তিমালিকানার জমি দখল করে ফ্লাড ওয়াল নির্মাণ কাজ করা হচ্ছে। জমির মালিককে কোন প্রকার ক্ষতিপূরণ না দিয়ে একরকম জবরদখল করে নির্মাণকাজ দিনে-রাতে চালানো হচ্ছে।

এমন অভিযোগে শহরের ডাবপট্টি মহল্লার ক্ষতিগ্রস্ত জমি মালিক গীতেশ সাহা বাদী হয়ে নওগাঁ সদর সিনিয়র সহকারী জজ আদালতে একটি মামলা দায়ের করেছেন। মামলা নং ১৯/২০১৬অঃপ্রঃ। তাং-২৮-০১-১৬। মামলায় বিবাদী করা হয়েছে, নওগাঁ পানি উন্নয়ন বোর্ডের নির্বাহী প্রকৌশলী, সহকারী প্রকৌশলী, উপ-বিভাগীয় প্রকৌশলী ও সংশ্লিষ্ট ঠিকাদার দেওয়ান শিষান আহম্মেদকে। মামলায় জমির ক্ষতিপূরণ দাবি করা হয়।

মামলার বাদী জানান, জনস্বার্থে বাঁধ নির্মাণে তার কোন আপত্তি নেই। তবে তার পৈত্রিক সূত্রে প্রাপ্ত প্রায় ৩ শতক জমি কোন প্রকার অধিগ্রহন না করে তড়িঘড়ি করে ফ্লাড ওয়াল নির্মাণ করা হচ্ছে। যা তার বিপুল পরিমান আর্থিক ক্ষতির কারন হয়ে দাঁড়িয়েছে। তিনি নির্বাহী প্রকৌশলী ও সংশ্লিষ্ট ঠিকাদারকে একাধিকবার অনুরোধ জানিয়েও কোন সুফল মেলেনি। এমনকি মামলা দায়েরের বিষয়টি তাদের অবগত করেও তারা কোন পদক্ষেপ নেননি।

মঙ্গলবার বিকেলে এব্যাপারে পানি উন্নয়ন বোর্ডের নির্বাহী প্রকৌশলী আনোয়ার হোসেনের সঙ্গে সেল ফোনে যোগাযোগ করলে তিনি জানান, নদীতীরবর্তী ব্যক্তিমালিকানাধীন জমি নদীতে ভেঙ্গে গেলে তা সরকারের খাস খতিয়ানে যুক্ত হয়। তার পরেও ওই জমির মালিককে মানবিক দিক বিবেচনা করে আর্থিকভাবে সহায়তা করার জন্য সংশ্লিষ্ট ঠিকাদারকে বলা হয়েছে।

(বিএম/এএস/ফেব্রুয়ারি ০২, ২০১৬)