বান্দরবান প্রতিনিধি : মায়ানমার সীমান্তরক্ষী বাহিনী বিজিপির গুলিতে নিহত বিজিবির নায়েক সুবেদার মিজানুর রহমানের লাশ দুপুরে লেমুছড়ি ক্যাম্প থেকে নাইক্ষ্যংছড়ি ৩১ ব্যাটেলিয়ান সদর দপ্তরে আনা হয়েছে।

শনিবার বিকেল সোয়া ৫টায় উভয় দেশের কমান্ডার পর্যায়ে আলোচনার পর বিজিবির কক্সবাজার সেক্টর কমান্ডার কর্ণেল মো. ফরিদ এর কাছে নিহত নায়েক সুবেদার মিজানের লাশ হস্তান্তর করে মায়ানমার সীমান্তরক্ষী বাহিনী।

বান্দরবান-মায়ানমার সীমান্ত পরিস্থিতি স্বাভাবিক বলে দাবি করা হলেও উত্তেজনা কাটেনি। মায়ানমার সীমান্তরক্ষী বাহিনী বিজিপি রণসজ্জায় সজ্জিত হয়ে সীমান্তে অবস্থান নিয়েছে। বাংলাদেশের পক্ষ থেকেও বিওপি পোস্ট গুলোতে অতিরিক্ত বিজিবি মোতায়েনের পাশাপাশি তাদেরকে সর্তকাবস্থায় রাখা হয়েছে।

প্রসঙ্গত, গত বুধবার সকালে (২৮মে) নাইক্ষ্যংছড়িতে দৌছড়ির পাইনছড়ি সীমান্তে বিজিবি টহল দলের উপর গুলি বর্ষণ করে মিয়ানমার সীমান্তরক্ষী বাহিনী। এতে গুলিবিদ্ধ হয়ে পাইনছড়ি ক্যাম্প কমান্ডার নায়েক সুবেদার মিজানুর রহমান মারা যান।

(এফবি/জেএ/জুন ০১, ২০১৪)