ফেনী প্রতিনিধি :সোনাগাজী উপজেলা যুবলীগ সাধারণ সম্পাদক নুরুল ইসলাম ভুট্টুর বিরুদ্ধে সন্ত্রাস-চাঁদাবাজি ও নির্যাতনের অভিযোগ করেছে ব্যাবসায়ী মোঃ মজিবুর রহমান শামিম।

মঙ্গলবার সকাল সাড়ে ১১ টায় ফেনী রিপোর্টার্স ইউনিটি মিলনায়তনে আয়োজিত সাংবাদিক সম্মেলনে লিখিত বক্তব্যে তিনি বলেন, আসন্ন ইউপি নির্বাচনে স্থানীয়দের সমর্থন নিয়ে সোনাগাজী উপজেলার ৫ নং চরদরবেশ ইউনিয়নে চেয়ারম্যান প্রার্থী হতে চেষ্টা তদরিব চালিয়ে আসছি। বিষয়টি যুবলীগ নেতা নুরুল ইসলাম ভুট্টু জানতে পেরে নির্বাচন না করতে নানা ভাবে হুমকি-ধমকি দিয়ে আসছে। নির্বাচন থেকে সরে না দাঁড়ানোয় ভুট্টু তার সহযোগিদের দিয়ে নানা বাবে হয়রানি করে চলেছে।

৩১ জানুয়ারী শহরের ট্রাংক রোড থেকে এলাকায় যেতে সিএনজি অটোরিক্সায় উঠলে আজাদ নামে তার একজন সহযোগিও ওই সিএনজিতে অবস্থান নেয়। নির্বাচন নিয়ে কথা বলার এক পর্যায়ে বিষয়টি টের পেয়ে নির্ধারিত স্পটের আগে নেমে গিয়ে নিজেকে রক্ষা করি। পরে বিকালে ওই আজাদ সিএনজিতে তার টাকা হারানো গেছে বলে ওই টাকা ফেরৎ দিতে চাপ ও হুমকি-ধমকি দেয়।

মজিবুর রহমানের অভিযোগ, গত বছরের নভেম্বর মাসে শহরের ট্রাংক রোড থেকে তাকে জোরপূর্ব তুলে নেয় ভুট্টুর সমর্থকরা। শহরের মাষ্টার পাড়া এলাকায় মুজিবকে নিয়ে নির্যাতন করে অস্ত্রের মুখে জিম্ম করে ইউপি নির্বাচন না করার মৌখিক অঙ্গিকার নেয়।

তিনি বলেন, নুরুল ইসলাম ভুট্টু এলাকায় ফেনী-২ আসনের সংসদ সদস্য নিজাম উদ্দিন হাজারী দেহরক্ষী এবং চরদরবেশ ইউনিয়নের একমাত্র ইউপি চেয়ারম্যান প্রার্থী হিসেবে প্রচার করে আসছে।

এছাড়া তিনি সাংবাদিক সম্মেলনে যুবলীগ নেতা নুরুল ইসলাম ভুট্টুর বিরুদ্ধে অসংখ্য অভিযোগ উত্থাপন করেন। এসময় তিনি জীবনের নিরাপত্তা চেয়ে প্রধানমন্ত্রী শেখ হাসিনার সহযোগীতা কামনা করেন।


(এসএমএ/এস/ফেব্রুয়ারি০২,২০১৬)