নওগাঁ প্রতিনিধি : নওগাঁয় দাখিল পরীক্ষায় নকল সরবারহের দায়ে শহীদুল ইসলাম (৩৫) নামে এক মাদ্রাসা শিক্ষকের ১৫ দিনের বিনাশ্রম কারাদণ্ডাদেশ দিয়েছে ভ্রাম্যমাণ আদালত। এদিন ৮ শিক্ষার্থীকে নকলের দায়ে বহিস্কার করা হয়েছে। ভ্রাম্যমাণ আদালতের বিচারক সদর উপজেলা নির্বাহী অফিসার রবিউল ইসলাম এ আদেশ দেন।

সাজাপ্রাপ্ত শিক্ষক শহরের নামাজগড় খাদিজাতুল কোবরা মাদ্রাসার শিক্ষক এবং সদর উপজেলার খলিশাকুড়ী গ্রামের কেরামত আলীর পুত্র। জানা গেছে, বুধবার সকালে নওগাঁ শহরের ইসলামিয়া ফাজিল মাদ্রাসায় ২০৮ নং রুমের পরীক্ষায় গার্ড ছিল শিক্ষক শহীদুল ইসলাম। সেখান থেকে পরীক্ষা চলাকালিন সময়ে ২০২ নং রুমে পরীক্ষার্থীদের মাঝে নকল সরবরাহের দায়ে ওই কেন্দ্রের দায়িত্বরত ম্যাজিষ্টেট ও সদর উপজেলা নির্বাহী অফিসার রবিউল ইসলাম হাতে নাতে ধরে ফেলেন। পরে ৮ শিক্ষার্থীকে বহিস্কার করে এবং ওই শিক্ষকে ভ্রাম্যমাণ আদালত বসিয়ে ১৫ দিনের বিনাশ্রম কারাদণ্ডাদেশ প্রদান করেন।

(বিএম/পি/ফেব্রুয়ারি ০৩, ২০১৬)