গোপালগঞ্জ প্রতিনিধি : গোপালগঞ্জ শহরের অন্যতম শিক্ষা প্রতিষ্ঠান গোপালগঞ্জ আইডিয়াল একাডেমির বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা ও পুরস্কার বিতরণী অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে।

বৃহস্পতিবার সকালে গোপালগঞ্জ শেখ ফজলুল হক মনি স্টেডিয়ামে এই ক্রিড়া প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়। বিদ্যালয়ের প্লে থেকে দশম শ্রেণীর প্রায় ৩ শতাধিক শিক্ষার্থীদের মধ্যে মোট ২৪ দলে ৮টি ইভেন্টে দিনব্যাপী এসব প্রতিযোগিতা হয়।

এছাড়া শিক্ষার্থীদের পিতা ও মাতাদের মধ্যেও ২টি ইভেন্টে প্রতিযোগিতা হয়েছে। প্রতিযোগিতা শেষে বিজয়ীদের হাতে পুরষ্কার তুলেদেন বিদ্যালয় পরিচালনা পরিষদের সভাপতি উত্তম কুমার মন্ডল, প্রধান শিক্ষক অনুপম ভক্ত, শিক্ষক মহিনী মোহন মন্ডল, মোঃ হোসাইন সরদার, শিক্ষিকা পরবানু।

(এমএইচএম/এএস/ফেব্রুয়ারি ০৪, ২০১৬)