গোপালগঞ্জ প্রতিনিধি : বিজ্ঞান ও প্রযুক্তি মন্ত্রী স্থপতি ইয়াফেস ওসমান, বাংলাদেশ আওয়ামীলীগের উপদেষ্টা মন্ডলীর সদস্য ড. মহিউদ্দিন খান আলমগীর, এমপি এবং ইনিস্টিটিউট অব ডিপ্লোমা ইঞ্জিনিয়ার্স বাংলাদেশের(আইডিইবি) কেন্দ্রীয় কমিটির নেতৃবৃন্দ টুঙ্গিপাড়ায় জাতির জনকের প্রতি শ্রদ্ধা জানিয়েছেন।

বৃহস্পতিবার দুপুরে জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের সমাধি সৌধের বেদীতে নেতৃবৃন্দ পুষ্পমাল্য অর্পন, ফাতেহা পাঠ ও বিশেষ মোনাজাতে অংশ নেন।

এ সময় আইডিইবির কেন্দ্রীয় সভাপতি এ কে এম এ হামিদ, সাধারণ সম্পাদক মোঃ শামসুর রহমানসহ কেন্দ্রীয় নেতৃবৃন্দ, গোপালগঞ্জ জেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক মাহবুব আলি খান, ভারপ্রাপ্ত জেলা প্রশাসক এ এন এম মাঈনুল ইসলাম, পুলিশ সুপার এস এম এমরান হোসেন, টুঙ্গিপাড়া উপজেলা চেয়ারম্যান গাজী গোলাম মোস্তফা, টুঙ্গিপাড়ার নব-নির্বাচিত পৌর মেয়র শেখ আহমেদ হোসেন মির্জা, আইডিইবি-র গোপালগঞ্জ শাখার সভাপতি অবিনাস চন্দ্র সরকারসহ বিভিন্ন জেলা থেকে আসা আইডিইবি-র নেতৃবৃন্দসহ স্থানীয় আওয়ামীলীগ নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।

(এমএইচএম/এএস/ফেব্রুয়ারি ০৪, ২০১৬)