মাদারীপুর প্রতিনিধি : মাদারীপুরের শিবচরে ভ্রাম্যমাণ আদালত অভিযান পরিচালনা করেছে। অভিযানে ভ্রাম্যমাণ আদালত ২ ভূয়া, লাইসেন্স না থাকায় ২ ক্লিনিকসহ ৩ প্রতিষ্ঠানকে আর্থিক জরিমানা করেছে।

পুলিশ ও ভ্রাম্যমাণ আদালত সূত্রে জানা যায়, বৃহস্পতিবার দুপুরে জেলার শিবচর পৌর এলাকায় উপজেলা নির্বাহী অফিসার মো. ইমরান আহমেদ এর নেতৃত্বে অভিযান পরিচালনা করে ভ্রাম্যমান আদালত।

অভিযানে ডাক্তার পদবী ব্যবহারের অপরাধে ভূয়া ডাক্তার বুলবুল আহমেদকে ১২ হাজার টাকা, কমল কৃষ্ণ দেকে ২০ হাজার টাকা, লাইসেন্স না থাকার অপরাধে সেবা ডায়াগনস্টিক সেন্টার, শিবচর ল্যাব এইড ডায়াগনস্টিক সেন্টার ও মেসার্স রাব্বি স’মিল এ্যান্ড টিম্বারসহ তিন প্রতিষ্ঠানের প্রত্যেককে ৫ হাজার টাকা করে মোট ৪৭ হাজার টাকা জরিমানা করা হয়।

(এএসএ/এএস/ফেব্রুয়ারি ০৪, ২০১৬)