ফেনী প্রতিনিধি : ফেনীর সোনাগাজীতে জমি বিরোধের জেরে আহছান উল্যাহ (৪০) নামের দিনমজুরকে পিটিয়ে হত্যার অভিযোগ উঠেছে। বৃহস্পতিবার সকাল ১০টায় উপজেলার মতিগঞ্জ ইউনিয়নের ১নং ওয়ার্ডের দারগোরহাট সংলগ্ন দুবাইওয়ালা বাড়ির পাশে এ ঘটনা ঘটে।

এ ঘটনায় জড়িত সন্দেহে তার চাচাতো ভাই মাইন উদ্দিন (২৬) কে গ্রেফতার করেছে পুলিশ । নিহত আহছান উল্যাহ পালগিরি গ্রামের মৃত রুস্তম আলী ছেলে ও চার সন্তানের জনক। খবর পেয়ে সোনাগাজী মডেল থানার ওসি (তদন্ত) মেজবাহ উদ্দিন নিহতের বাড়ী থেকে মৃতদেহ উদ্ধার করে থানায় নিয়ে আসে। নিহতের স্ত্রী জেসমিন আক্তার জানান, বৃহস্পতিবার সকালে বাড়ীর পাশের ফসলি জমিতে কাজ করতে যায় আহছান উল্যাহ।

এ সময় মাইন উদ্দিন ও তার ভাই মোস্তফা দেশীয় অস্ত্র নিয়ে আহছানের উপর হামলা করে। তারা তাকে বেধড়ক পিটিয়ে গুরতর আহত করে । তার আর্তচিৎকারে স্থানীয় লোকজন তাকে উদ্ধার করে সোনাগাজী হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষনা করে। জেসমিন আরো জানান, জায়গা জমি নিয়ে একই বাড়ির চাচাতো ভাইদের সাথে আহছান উল্যাহর দীর্ঘদিন যাবৎ বিরোধ চলছে। এর পূর্বেও বেশ কয়েকবার তাকে হত্যার চেষ্টা করে তারা।

সোনাগাজী মডেল থানার ওসি মোঃ হুমায়ুন কবির বলেন, মৃতদেহ উদ্ধার করে ময়না তদন্তের জন্য ফেনী আধুনিক সদর হাসপাতালে প্রেরণ করা হয়েছে। ধৃত মাইন উদ্দিন সহ ৭ জনকে অভিযুক্ত করে মামলা দায়ের করে নিহতের স্ত্রী জেসমিন আক্তার।

(এসএমএ/এএস/ফেব্রুয়ারি ০৪, ২০১৬)