নওগাঁ প্রতিনিধি : বৃহষ্পতিবার নওগাঁয় জাতীয় প্রাথমিক শিক্ষা সপ্তাহ উপলক্ষ্যে তিনদিনব্যপী শিক্ষা মেলা শুরু হয়েছে। একটি বর্নাঢ়্য শোভাযাত্রা শেষে পিটিআই স্কুল চত্বরে মেলার উদ্বোধন করেন জেলা প্রশাসক ড. মোঃ আমিনুর রহমান। এ উপলক্ষে সকাল সাড়ে ৯টায় জেলা প্রশাসকের বাসভবন চত্বর থেকে একটি বর্নাঢ়্য শোভাযাত্রা বের করা হয়। জেলা প্রশাসক এতে নেতৃত্ব দেন। শোভাযাত্রাটি শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে পিটিআই স্কুল চত্বরে গিয়ে শেষ হয়। বিভিন্ন স্কুলের ছাত্রছাত্রী, পিটিআইয়ের প্রশিক্ষণার্থীবৃন্দ এবং এনজিও প্রতিনিধিরা এতে অংশগ্রহণ করেন।

সেখানে জেলা প্রশাসক ড. মোঃ আমিনুর রহমান প্রধান অতিথি হিসেবে মেলার উদ্বোধন করেন। জেলা প্রাথমিক শিক্ষা অফিসার মোঃ আমিনুল ইসলাম মন্ডলের সভাপতিত্বে উদ্বোধনী অনুষ্ঠানে পিটিআইয়ের সুপারিনটেনডেন্ট মোঃ আজিজুর রহমান, সহকারী জেলা প্রাথমিক শিক্ষা অফিসার সোনালী সরকার, সদর উপজেলা শিক্ষা অফিসার মোঃ রফিকুল আলম, ব্র্যাক কর্মকর্তা মোঃ আব্দুল করিম প্রমুখ উপস্থিত ছিলেন।

মেলায় মোট ১৩টি ষ্টলে শিক্ষা উপকরন, শিক্ষা বিতরণের সহজ প্রক্রিয়ার উপকরণ সমূহ প্রদর্শিত হচ্ছে।

(বিএম/পি/ফেব্রুয়ারি ০৪, ২০১৬)