চাটমোহর (পাবনা) প্রতিনিধি : পাবনার চাটমোহর উপজেলার মির্জাপুর আদর্শ উচ্চ বিদ্যালয়ে বৃহস্পতিবার অজ্ঞাত কারণে ১০ শিক্ষার্থী অসুস্থ হয়ে পড়ে। হঠাৎ শিক্ষার্থীদের অসুস্থতার কারণে স্কুলের অন্যান্য শিক্ষার্থীদের মাঝে আতংক ছড়িয়ে পড়ায় স্কুল ছুটি ঘোষণা করা হয়।

স্কুলের প্রধান শিক্ষক মো. সামছুল আলম জানান, স্কুল চলাকালিন সময়ে বেলা সাড়ে ১১টার দিকে হটাৎ অষ্টম শ্রেনীর ছাত্রী রোজিনা খাতুন অজ্ঞান হয়ে পরে। পরে ষষ্ঠ, অষ্টম ও দশম শ্রেণীর কয়েকজন ছাত্রী অসুস্থ হয়ে পড়তে থাকে। তাদের চিকিৎসা দিয়ে স্কুল ছুটি ঘোষণা করি।

অসুস্থ শিক্ষার্থীরা হলো, পারভিন (১৫), সীমা (১৫), লিমা (১৩), সেতু (১৩), শারমিন (১৩), খাদিজা খাতুন (১৩), শাহনাজ (১৩), মইফুল খাতুন (১৩), রোজিনা খাতুন (১৩) এবং শিখা চৌধুরী (১১)। অসুস্থ দেখে আরো ৫ শিক্ষার্থী অসুস্থ হয়ে পড়ে। সংবাদ পেয়ে চাটমোহর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স থেকে একটি মেডিক্যাল টিম ঘটনাস্থলে পৌছে শিক্ষার্থীদের চিকিৎসা দেয়।

উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা (ভারপ্রাপ্ত) ডা. মো. আবুল হোসেন জানান, আমরা শিক্ষার্থীদের সাথে কথা বলেছি মূলত শিক্ষার্থীরা আতঙ্কে অসুস্থ হয়ে পড়ে। তাদের মধ্যে কোন রোগের লক্ষন নেই। এখন তারা ভালো আছে।

(এসএইচএম/এএস/ফেব্রুয়ারি ০৫, ২০১৬)