বাকৃবি প্রতিনিধি : ‘নতুন প্রজন্মকে মুক্তিযুদ্ধের চেতনায় জাগ্রত হতে হবে। আমাদের দেশে জামায়াত-শিবিরকে নিষিদ্ধ করার পাশাপাশি তাদেরকে সহায়তাকারী আর্থিক প্রতিষ্ঠান বন্ধ করতে হবে।’ বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়ে (বাকৃবি) শুক্রবার বাকৃবি গণজাগরণ মঞ্চের ৩য় প্রতিষ্ঠাবার্ষিকী পালনকালে সংগঠনের পৃষ্ঠপোষক অধ্যাপক ড. সাখাওয়াত হোসেন এসব কথা বলেন।

বিকেল ৪ টার দিকে মুক্তিযুদ্ধের স্মরণে নির্মিত ভাস্কর্য বিজয়’৭১ এর পাদদেশে সংগীত পরিবেশন, পতাকা উত্তোলন, বর্ণাঢ্যর‌্যালি ও সমাবেশের মধ্য দিয়ে পালন করে প্রতিষ্ঠাবার্ষিকী পালন করে সংগঠনের নেতাকর্মীরা। এছাড়াও এতে বাকৃবি শাখা ছাত্র ইউনিয়ন, বাকৃবি শাখা ছাত্রফ্রন্টের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

(এমএসএস/পি/ফেব্রুয়ারি ০৫, ২০১৬)