স্টাফ রিপোর্টার : এবারের বইমেলায় রণজিৎ সরকারের সাতটি বই এসেছে। শিশু-কিশোরদের জন্য তাম্রলিপি থেকে এসেছে তিনটি বই: সাত ভাষাশহীদদের জীবনের ওপর লেখা হয়েছে গল্প, বইটির নাম ‘ভাষাশহীদদের গল্প’ আর একটি হলো সাত বীরশ্রেষ্ঠদের জীবনের ওপর লেখা ‘বীরশ্রেষ্ঠদের গল্প।’ অন্যটি হলো কিশোর উপন্যাস ‘ক্লাসরুমে ভূতের তাণ্ডব।’

পার্ল পাবলিকেশন্স থেকে এসেছে কিশোর উপন্যাস ‘স্কুলের বন্ধুরা।’ শব্দশৈলী থেকে এসেছে দুটি বই একটি নায়ক-নায়িকাদের প্রেমে পড়ার কাহিনি নিয়ে লেখা রোমান্টিক উপন্যাস ‘নায়িকার প্রেমে পড়েছি।’ অন্য টি শিশুতোষ গল্পের বই ‘অর্পা ব্যস্ত পড়ালেখায়।’

সাহস পাবলিকেশন্স থেকে এসেছে জনপ্রিয় সিরিজ ‘পথে পাওয়া।’

বইমেলা ছাড়াও ঘরে বসে বইগুলো পেতে চাইলে যোগাযোগ করুন এই ঠিকানায় www.rokomari.com ফোন নম্বর ০১৫১৯৫২১৯৭১- এবং ১৬২৯৭-এই নম্বরে।

(ওএস/এএস/ফেব্রুয়ারি ০৬, ২০১৬)