গোপালগঞ্জ প্রতিনিধি : বাংলাদেশ কালেক্টরেট সহকারি সমিতি গোপালগঞ্জ জেলা শাখা এবং সড়ক ও জনপথ অধিদপ্তরের শ্রমিক কর্মচারী ইউনিয়ন বিক্ষোভ মিছিল ও সমাবেশ কর্মসূচী পালন করেছে।

আজ রোববার জেলা প্রশাসকের কার্যারয়ের তৃতীয় শ্রেণীর কর্মচারীরা পদবী পরিবর্তন ও যৌক্তিক বেতন স্কেলের দাবিতে সকাল ১০ টা থেকে বেলা ১১ টা পর্যন্ত একঘন্টা কর্মবিরতি পালন করেন। পরে তারা জেলা প্রশাসকের কার্যালয়ের সামনে থেকে বিক্ষোভ মিছিল নিয়ে শহরের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে একই স্থানে গিয়ে শেষ হয়। সেখানে সংগঠনের সভাপতি বাদল কৃষ্ণ বিশ্বাসের সভাপতিত্বে অনুষ্ঠিত সমাবেশে অন্যান্যের মধ্যে সাধারন সম্পাদক শেখ হাফিজুর রহমান, লিয়াকত আলী, গিয়াস উদ্দিন, মনিরুজ্জামান, মশিউর রহমান প্রমূখ বক্তব্য রাখেন।
অন্যদিকে, গোপালগঞ্জে সড়ক ও জনপথ অধিদপ্তরের শ্রমিক কর্মচারী ইউনিয়ন চাকরী নিয়মিতকরণের দাবীতে কার্যালয়ের সামনে থেকে বিক্ষোভ মিছিল বের করে। মিছিলটি শহরের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে জেলা প্রশাসকের কার্যালয়ে গিয়ে জেলা প্রশাসকের কাছে স্মারকলিপি দেন।

(এমএইচএম/এএস/জুন ০১, ২০১৪)