লোহাগড়া (নড়াইল) প্রতিনিধি :নড়াইলের লোহাগড়ায় চলতি এসএসসি ও সমমানের পরীক্ষা চলাকালে ১৪৪ ধারা অমান্য করে ফটোষ্ট্যাট করার অভিযোগে দু’জন ফটোষ্ট্যাট ব্যবসায়িকে জরিমানা করেছে ভ্রাম্যমাণ আদালত। লোহাগড়া উপজেলা নির্বাহী অফিসার ও ম্যাজিস্ট্রেট মোঃ সেলিম রেজা ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন।

ভ্রাম্যমাণ আদালত সূত্রে জানা গেছে, উপজেলার ইতনা স্কুল এন্ড কলেজ সংলগ্ন চৌরাস্তা বাজার এলাকায় উজ্জ্বল কম্পিউটারের উজ্জ্বল মীনা ও ডিজিটাল কর্ণারের হিরাঙ্গীর শরীফ নামে দু’জন ফটোষ্ট্যাট ব্যবসায়ী ১৪৪ ধারা অম্যান্য করে ফটোষ্ট্যাট করে আসছিল। খবর পেয়ে গতকাল রবিবার সকালে লোহাগড়া উপজেলা নির্বাহী অফিসার ও ম্যাজিস্ট্রেট মোঃ সেলিম রেজা ইতনা চৌরাস্তা বাজারে উপস্থিত হয়ে তাদেরকে আটক করেন। এ সময় তিনি দোকানে থাকা দু’টি ফটোষ্ট্যাট ম্যাশিনও জব্দ করেন। পরে ভ্রাম্যমাণ আদালতে ফটোষ্ট্যাট ব্যবসায়ী ইতনা গ্রামের বাচ্চু মীনার ছেলে উজ্জ্বল মীনা (২৪) একই গ্রামের আব্দুল রাজ্জাক শরীফের ছেলে হিরাঙ্গীর শরীফ (২৬)কে দুই হাজার টাকা করে জরিমানা করেন এবং এসএসসি পরীক্ষা শেষ না হওয়া পর্যন্ত জব্দকৃত দু’টি ফটোষ্ট্যাট ম্যাশিন ইতনা স্কুল এন্ড কলেজের অধ্যক্ষের নিকট জিম্মা রাখেন।

(আর/এস/ফেব্রুয়ারি০৭,২০১৬)