কক্সবাজার প্রতিনিধি : বান্দরবন জেলার নাইক্ষ্যংছড়ির পাইনছড়ি সীমান্তে মিয়ানমারের সীমান্তরক্ষী বর্ডার গার্ড পুলিশ (বিজিপি) এর গুলিতে নিহত বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি) এর সদস্য মিজানুর রহমানের মৃতদেহ ময়নাতদন্ত শেষে কক্সবাজার সদর হাসপাতাল মর্গের হিমাগারে রাখা হয়েছে। রোববার বিকাল ৩ টার দিকে তার মৃতদেহ কক্সবাজার  সদর হাসপাতাল মর্গে আনা হয়।

বিজিবি কক্সবাজার সেক্টর কমান্ডার কর্ণেল ফরিদ হাসান জানিয়েছেন, কক্সবাজার সদর হাসপাতালের আবাসিক মেডিকেল অফিসার (আরএমও) ডা. সুলতান আহমেদ সিরাজীর নেতৃত্বে ৩ সদস্যের চিকিৎসক দল নিহতের মৃতদেহের ময়নাতদন্ত সম্পন্ন করেন। এরপর মৃতদেহটি হাসপাতাল মর্গের হিমাগারে রাখা হয়। সোমবার সকালে নিহত মিজানুরের মৃতদেহ নাইক্ষংছড়িস্থ বিজিবির ৩১ ব্যটলিয়ানের সদর দপ্তরে আনা হবে। ওখানে সকাল ৯ টায় তার নামাজে জানাজা অনুষ্ঠিত হবে। পরবর্তীতে হেলিকপ্টার যোগে তার মৃতদেহ তার গ্রামের বাড়ি কুমিল্লার দেবিদ্বারে নেওয়া হবে। নিহত মিজানের মৃতদেহ বহনকারী হেলিকপ্টারটি অবতরনের জন্য তার বাড়ির পাশে খোলা মাঠে হেলিপ্যাড তৈরি করা হচ্ছে। পরে রাষ্ট্রীয় মর্যাদায় তার দাফন সম্পন্ন করা হবে।
(টিটি/এএস/জুন ০১, ২০১৪)