সোনাগাজী প্রতিনিধি : গাড়ি বহরে হামলা চালিয়ে প্রাণনাশের চেষ্টার জন্য ফেনী সদরের সাংসদ নিজাম উদ্দিন হাজারী কে দায়ি করে রবিবার বিকালে সংবাদ সম্মেলন করেন ফেনী-৩ আসনের সাংসদ হাজী রহিম উল্যাহ। সংবাদ সম্মেলনে তিনি বলেন সোনাগাজী উন্নয়ন কে বাধাগ্রস্ত ও সরকারের ভাবমূর্তি নষ্ট করতে নিজাম হাজারী তার পোষ্য গুটি কয়েক সন্ত্রাসীকে ব্যবহার করে তার প্রাণনাশের চেষ্টা করে।

তিনি আরও বলেন আওয়ামীলীগ, যুবলীগ, ছাত্রলীগ হামলার ঘটনার সাথে জড়িত নই। আমি নিজেই জাতীর জনক বঙ্গবন্দুর আদর্শের সৈনিক। মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা আমাকে ২০০৭ সালে মহাজোটের পক্ষ থেকে নৌকা মার্কায় মনোয়ন দিয়েছিলেন। সুতরাং যারা আমার প্রাণনাশের চেষ্টা করেছে তারা কিছুতেই আওয়ামীলীগের সাথে সম্পর্ক থাকতে পারে না। নিজাম হাজারীর অপকর্মের প্রতিবাদ করায় একরামের মত আমাকেও হত্যা করতে চায়। তার বিরুদ্ধে আমার কন্ঠ রোধ করতে যুবদল ক্যাডার খুরশিদকে দিয়ে হামলার ঘটনা ঘটিয়েছে। সংবাদ সম্মেলন থেকে তিনি নিজাম হাজারীকে দল থেকে বহিস্কার ও গ্রেফতার দাবি করে সোনাগাজী আওয়ামীলীগ রক্ষায় প্রধানমন্ত্রীর হস্তক্ষেপ কামনা করেন। এ সময় আরো উপস্থিত ছিলেন সোনাগাজী উপজেলা আ’লীগের প্রচার সম্পাদক সৈয়দ দীন মোহাম্মদ, ক্রীড়া সংস্থার সাধারন সম্পাদক নাচির উদ্দিন রিপন প্রমূখ। উল্যেখ্য গত শনিবার রাতে ঢাকা যাওয়ার পথে সাংসদ রহিমের গাড়ী বহরে হামলা করে দুর্বৃত্তরা। ওই সময় আহত মডেল থানার ওসি (তদন্ত) মেজবাহ উদ্দিন আহত হওয়ার ঘটনায় রবিবার এসআই আবুল খায়ের বাদি হয়ে অজ্ঞাতনামা ৬০/৬৫ জনের বিরুদ্ধে সোনাগাজী মডেল থানায় মামলা দায়ের করে।

(এসএমএ/পি/ফেব্রুয়ারি ০৭, ২০১৬)