নওগাঁ প্রতিনিধি : ভারতীয় গবাদী পশুর সরকারি ট্যাক্স আদায়ে নওগাঁর সাপাহার উপজেলার সীমান্তের খঞ্জনপুর বিজিবি পত্নীতলার ৪৬ ব্যাটালিয়নের বিওপি এলাকায় বিড-কাষ্টম করিডোর কার্যক্রম পরিচালনা কাজের উদ্বোধন করা হয়। রবিবার দুপুর ১২টায় নওগাঁ-১আসনের এমপি সাধন চন্দ্র মজুমদার প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে ফিতা কেটে এ কার্যক্রমের উদ্বোধন করেন।

নওগাঁ কাষ্টম ও ভ্যাট বিভাগের সহকারী কমিশনার সন্তোষ সরেনের সভাপতিত্বে উদ্বোধনী অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন নওগাঁ জেলা পুলিশ সুপার মো. কাইয়ুমুজ্জামান খান, বিজিবি পত্নীতলার ৪৬ ব্যাটলিয়নের অধিনায়ক লে. কর্নেল রফিকুল হাসান, সাপাহার উপজেলা পরিষদ চেয়ারম্যান শামসুল আলম শাহ চৌধুরী, নির্বাহী অফিসার মো. রুহুল আমিন মিঞা প্রমুখ।
অনুষ্ঠানে প্রধান অতিথি বলেন, বর্তমান সরকার উন্নয়নে বিশ্বাসী। এ সরকার ক্ষমতায় এলে দেশের সর্বত্রই উন্নয়ন হয়। নওগাঁর সাপাহার উপজেলাবাসীর দীর্ঘদিনের স্বপ্ন ছিল এ উপজেলায় একটি করিডোর চালু করার। এ এলাকা দিয়ে আসা ভারতীয় গরু মহিষের করিডোর করতে তাদেরকে চাঁপাইনবাব গঞ্জের ভোলাহাট যেতে হতো। এতে অনেকেই যেত অনেকেই যেত না। ফলে সরকার হারাতো লাখ লাখ টাকার রাজস্ব। স্বাধীনতার পর দেশে অনেক সরকার ক্ষমতায় এসেছে। সাপাহারবাসীর এ দাবি কেউ পূরণ করেনি। আওয়ামী লীগ সরকার ক্ষমতায় এসে এলাকার মানুষের উন্নয়নের কথা চিন্তা করে তাদের স্বপ্নের সেই দাবি পূরণ করেছে। তাই উন্নয়নের ধারাবাহিকতা বজায় রাখতে হলে সরকারেরও ধারাবাহিকত বজায় রাখা প্রয়োজন বলে জানান তিনি।
(বিএম/এএস/জুন ০১, ২০১৪)