নওগাঁ প্রতিনিধি : নওগাঁয় ভেজাল মিষ্টি তৈরী, সরবরাহ ও অস্বাস্থ্যকর পরিবেশের কারণে  মুক্তা মিষ্টান্ন ভান্ডারকে ৪০ হাজার টাকা, নওগাঁ মিষ্টান্ন ভান্ডারকে ২৫ হাজার টাকা এবং দুধে পানি মেশানোর দায়ে এক গোয়ালাকে এক হাজার টাকাসহ মোট ৬৬ হাজার টাকা জরিমানা করে ভ্রাম্যমাণ আদালত।

মঙ্গলবার সকালে শহরের মিষ্টিপট্টিতে ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন সদর উপজেলা নির্বাহী অফিসার মোঃ রবিউল ইসলাম।

এসময় তাঁর সঙ্গে ছিলেন, উপজেলা প্রাণি সম্পদ কর্মকর্তা ডা. মাহফুজার রহমান, পুলিশের সাব ইন্সপেক্টর নয়ন কুমার কর, জেলা স্যানিটারী ইন্সপেক্টর সামসুল হক, উপজেলা স্যানিট্যারী ইন্সপেক্টর আব্দুল মতিন।

(বিএম/অ/ফেব্রুয়ারি ০৯, ২০১৬)