প্রবীর সিকদার::

১০ ফেব্রুয়ারি, ২০১৬ বুধবার ফরিদপুরের কানাইপুরে আমার হাতে গড়া আমার বহুল স্বপ্নের প্রতিষ্ঠান বেগম রোকেয়া কিশলয় বালিকা উচ্চ বিদ্যালয় ও কিশলয় বিদ্যানিকেতনের বার্ষিক ক্রীড়ানুষ্ঠান। সাম্প্রতিক নানা ঘটনার প্রেক্ষিতে এবার আমি আমার গড়া শিক্ষা প্রতিষ্ঠানের ক্রীড়ানুষ্ঠানে যাবো না, এমনই সিদ্ধান্ত ছিল। 

বিদ্যালয়ের প্রধান শিক্ষক, আমার প্রিয় ছাত্র চঞ্চল দত্তের শিক্ষক-শিক্ষার্থীদের পক্ষে উপর্যুপরি অনুরোধে আমাকে সিদ্ধান্ত পাল্টাতেই হলো। অবশেষে বুধবার আমি যাচ্ছি কানাইপুরে, আমার দুই প্রতিষ্ঠানের বার্ষিক ক্রীড়ানুষ্ঠানে।

পথে আমার প্রিয় শহর ফরিদপুরের রামকৃষ্ণ মিশনে কিছু সময় থাকবো। তারপরেই ছুটবো কানাইপুরে। আবার দ্রুতই ফিরবো ঢাকায়।

আমার এই ফরিদপুরে যাওয়া আর ফেরা নিয়ে ফোনে কথা বললাম ফরিদপুরের জেলা প্রশাসক, পুলিশ সুপার ও কোতোয়ালি থানার অফিসার ইনচার্জের সাথে। আমার এই কথা বলার কারণ আমার নিরাপত্তার বিষয়টি জানান দেওয়া। প্রত্যেকেই আমার সঙ্গে চমৎকার আচরণ করেছেন এবং সর্বাত্মক সহযোগিতার আশ্বাস দিয়েছেন। আমি তাদের সকলকে কৃতজ্ঞতা জানাই। পরে কথা হলো ফরিদপুরের দুই সাংবাদিক সহকর্মীর সঙ্গেও।

ভাবছি, আমার ফরিদপুরে আমাকে যেতে এখন কতো কিছু ভাবতে হয়, কতো কিছু করতে হয়!

কেউ কি আমাকে ফিরিয়ে দিবে আমার সেই পাখির মতো দিনগুলো! আমি আবার ফিরে যেতে চাই সেই পুরনো দিনগুলোতেই।

(অ/ফেব্রুয়ারি ০৯, ২০১৬)