ঝালকাঠি প্রতিনিধি :ভাষার মাসেই চির বিদায় নিলেন ঝালকাঠির ভাষা সৈনিক মোহাম্মদ আলী খান। গতরাত আড়াইটার দিকে তিনি ঝালকাঠি শহরের  কামারপট্টিতে অবস্থিত নিজ বাসায় মৃত্যুবরণ করেন। মৃত্যুকালে তাঁর বয়স হয়েছিল ৮০ বছর। তিনি দীর্ঘদিন ধরে উচ্চ রক্তচাপে ভুগছিলেন। তিনি স্ত্রী চার ছেলে ও তিন মেয়েসহ অসংখ্য গুণগ্রাহী রেখে গেছেন।

আজ বুধবার বাদ আছর ঝালকাঠির কেন্দ্রীয় ঈদগাহ ময়দানে জানাজা শেষে তাকে পৌর কবরস্থানে দাফন করা হবে। ভাষা আন্দোলনের সময় ঝালকাঠিতে যাদের বলিষ্ঠ নেতৃত্বে শিক্ষার্থীরা ঐক্যবদ্ধ হয়ে রাজপথে ঝাঁপিয়ে পড়েছিলেন তাঁদের মধ্যে অন্যতম ছিলেন মোহাম্মদ আলী খান। তিনি ভাষা আন্দোলনের পর মহান মুক্তিযুদ্ধেও অংশ নেন। তাঁর মৃত্যুতে শোক প্রকাশ করেছেন শিল্পমন্ত্রী আমির হোসেন আমুসহ বিশিষ্টজনরা।

(ওএস/এস/ফেব্রুয়ারি১০,২০১৬)