স্টাফ রিপোর্টার : পুলিশের স্পেশাল ব্রাঞ্চের (পলিটিক্যাল শাখা) ইন্সপেক্টর মাহফুজুর রহমান ও তার স্ত্রী স্বপ্না রহমান হত্যা মামলার আসামি নিহত পুলিশ দম্পতির বাসার শিশু গৃহকর্মী খাদিজা আক্তার সুমি অবশেষে জামিনে মুক্তি পেয়েছেন।

রবিবার গাজীপুরের কিশোর সংশোধন কেন্দ্র থেকে মায় সালমা বেগমের জিম্মায় জামিনে মুক্তি দেয়া হয় তাকে।

জানা যায়, রোববার দুপুর দেড়টা নাগাদ সুমিকে তার মা সালমা বেগমের জিম্মায় মুক্তি দেওয়া হয়েছে। এ সময় সঙ্গে তার আইনজীবীও ছিলেন।

গত ২০ মে ২০ হাজার টাকা মুচলেকায় বাবা অথবা মায়ের জিম্মায় সুমির জামিন মঞ্জুর করেন ঢাকার ১ম অতিরিক্ত মহানগর দায়রা জজ ও কিশোর আদালতের বিচারক জাকিয়া পারভিন।

২৬ মে সুমির মা-বাবা আদালতে উপস্থিত থাকলেও তারা তাদের জাতীয় পরিচয়পত্র সঙ্গে আনেননি। ফলে তারা যে সুমির মা-বাবা আদালত তা নিশ্চিত হতে না পেরে ২৯ মে তাদের দু’জনের একজনকে পরিচয়পত্র সঙ্গে আনার নির্দেশ দেন।

এদিকে নিহত দম্পতির একমাত্র মেয়ে ঐশী রহমান এবং তার দুই বন্ধু আসাদুজ্জামান জনি ও মিজানুর রহমান রনির বিরুদ্ধে মামলার বিচারিক কার্যক্রম চলছে ঢাকা মহানগর দায়রা জজ আদালতে। তারা আটক রয়েছে কাশিমপুর কারাগারে।

(ওএস/এটিআর/জুন ০১, ২০১৪)