নড়াইল প্রতিনিধি : স্বাস্থ্য অধিদপ্তরে তৃতীয় ও চর্তুথ শ্রেণীর কর্মচারী নিয়োগপ্রাপ্তদের দাবিতে নড়াইল প্রেসক্লাব চত্ত্বরে মানববন্ধন ও প্রতিবাদ সভা অনুষ্ঠিত হয়েছে।

বুধবার দুপুরে চাকুরীপ্রার্থীদের আয়োজনে অনুষ্ঠিত মানববন্ধন চলাকালে বক্তব্য রাখেন চাকুরীপ্রার্থী রাসেল, তরুণ ঘোষ, রাজীব হোসেন, আশীষ ঘোষ, উজ্জ্বল, সাবু, সোহেল রানা প্রমুখ।

বক্তারা অভিযোগ করে বলেন, ২০১৩ সালে লিখিত ও মৌখিক পরীক্ষা সম্পন্ন হলেও আজও নিয়োগ সম্পন্ন হয়নি। অনেক চাকুরী প্রার্থীর সরকারি চাকরির বয়স ইতিমধ্যে শেষ হয়েছে বলেও জানান বক্তরা।

(টিএআর/এএস/ফেব্রুয়ারি ১০, ২০১৬)