আর্তনাদ

কত বছর পর এই মধুর সমীরণ বইছে ধীরে
জানা নেই আমার।
এভাবে জীবনের শেষ বিবেলে কেনো এলে
জানি, বলবে না তুমি।

নিকষ কালো এই অন্ধকারে তুমি কি আলো
নাকি আলেয়া, বলো না?
খানিক মমতায় তুমি পূর্ণ করবে কি এ ধরণী?
সময় বয়ে যায়-যায় বয়ে।

একটি ক্ষুধাতুর কঙ্কালাসার মানবের আর্তনাদ
তুমি শুনতে কি পাও?
তোমার পায়ে লুটিয়ে যখন চিৎকার করবে সে
জাগবে কি মমতার ঢেউ?

বিশাল সমুদ্রে তরঙ্গ মাঝে কি এই মহান খেলা
বলো না সহজ করে?
বারবার আমাতে প্রশ্ন জাগে আজ গোধূলি বেলা
তুমি কি কচুপাতার জল?

ফিরে এসো হে প্রিয়তমা-একবার ফিরে এসো
আমার কন্টকাকীর্ণ আঙ্গিণায়।
বিশ্বাস করো বন্ধু, তুমি যা চাও-যেমন তাই হবে
শ্যাওলা হয়ে থাকবো পাশে।