দৌলতপুর (কুষ্টিয়া)প্রতিনিধি :তথ্যমন্ত্রী হাসানুল হক ইনু বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়াকে উদ্দেশ্য করে বলেন, বেগম খালেদা জিয়া এ দেশের জঙ্গিবাদের পৃষ্টপোষকতা করছেন,তিনি আগুন সন্ত্রাসী তার বিচার এই বাংলার মাটিতে হবেই। পাকিস্তানের দালাল,জঙ্গিবাদের কারিগর, জিয়া ঠান্ডা মাথার খুনি ছিলেন, তিনি ক্যান্টনমেন্টে মানুষ খুন করেছিলেন।

বুধবার বিকাল ৫ টার দিকে দৌলতপুর উপজেলা পরিষদ চত্বরে অধ্যক্ষ রেজাউল হকের সভাপতিত্বে উপজেলা জাসদের দ্বি-বার্ষিক সম্মেলনে তথ্যমন্ত্রী হাসানুল হক ইনু এসব কথা বলেন।

এসময় বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন,জাতীয় নারী জোটের আহবায়ক আফরোজা হক রীনা, জাসদের কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক ওবাইদুর রহমান।

কুষ্টিয়া জেলা জাসদের সভাপতি গোলাম মহসীন সাধারণ সম্পাদক আব্দুল আলীম স্বপন, দৌলতপুর মুক্তিযোদ্ধা কমান্ডার কামাল হোসেন দবির সহ স্থানীয় নেতৃবৃন্দ বক্তব্য রাখেন।

সম্মেলনে অধ্যক্ষ রেজাউল হককে সভাপতি ও শরিফুল কবীর স্বপন কে সাধারণ সম্পাদক করে ৫১ সদস্য বিশিষ্ট দৌলতপুর উপজেলা কমিটি গঠন করা হয়।


(জেএইচ/এস/ফেব্রুয়ারি১০,২০১৬)