স্টাফ রিপোর্টার : জাপান বাংলাদেশের পণ্যের বড় বাজারে পরিণত হবে বলে মনে করেন ব্যবসায়ীদরে শীর্ষ সংগঠন এফবিসিসিআইয়ের সভাপতি কাজী আকরাম উদ্দিন আহমদ।

তিনি বলেন, ‘দেশটিতে সফরে দুই দেশের ব্যবসায়ীক সম্পর্ক আরো কার্যকরী করার লক্ষে জাপান-বাংলাদেশ সমন্বিত অংশীদারিত্ব শীর্ষক একটি কর্মসূচির বিষয়ে উভয় দেশের প্রধানমন্ত্রী একমত হয়েছেন। এটি দ্রুত শুরু করা হবে।’

রোববার মতিঝিলে এফবিসিসিআইয়ের কার্যালয়ে এক সংবাদ সম্মেনে এসব কথা বলেন কাজী আকরাম উদ্দিন আহমদ। প্রধানমন্ত্রীর সঙ্গে জাপান সফর শেষে দেশে ফিরে ব্যবসায়ীদের পক্ষ থেকে এ সংবাদ সম্মেলনের আয়োজন করা হয়।

কাজী আকরাম উদ্দিন বলেন, ‘বাংলাদেশে পোশাক, চামড়া, পাট ও পর্যটন খাতে বিনিয়োগে আগ্রহ প্রকাশ করেছে জাপান। একই সঙ্গে অর্থনৈতিক অবকাঠামো ও মানবসম্পদ উন্নয়নে জাপান বাংলাদেশকে ৪৭ হাজার কোটি টাকা সহযোগিতার আশ্বাস দিয়েছে।’

এফবিসিসিআইয়ের সভাপতি বলেন, ‘যেখানে তৈরি পোশাক ছাড়াও টেক্সটাইল, ডায়িং, সিরামিকস, তথ্যপ্রযুক্তি, হস্তশিল্প, হিমায়িত খাদ্য, চামড়া, পাট পণ্য ও পর্যটন খাত নিয়ে আলোচনা হয়েছে। জাপান বাংলাদেশের পণ্যের বড় বাজারে পরিণত হবে।’

সংবাদ সম্মেলনে এফবিসিসিআইয়ের প্রথম সহ-সভাপতি মিসেস মনোয়ারা হাকিম ও বিজিএমইএ সভাপতি আতিকুল ইসলাম প্রমুখ উপস্থিত ছিলেন।

(ওএস/এটিআর/জুন ০১, ২০১৪)