ঢাবি প্রতিনিধি : ঢাকা বিশ্ববিদ্যালয়ের ওরিয়েন্টাল পেইন্টিং স্টাডি গ্রুপের উদ্যোগে চারুকলা অনুষদের লেকচার থিয়েটারে শুরু হয়েছে ‘ওয়াশ পেইন্টিং’ শীর্ষক সপ্তাহব্যাপী কর্মশালা।

রবিবার দুপুরে ঢাকা বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. আ আ ম স আরেফিন সিদ্দিক প্রধান অতিথি হিসাবে উপস্থিত থেকে এই কর্মশালার উদ্বোধন করেন।

চারুকলা অনুষদের ডিন অধ্যাপক সৈয়দ আবুল বারক্ আলভী উদ্বোধনী অনুষ্ঠানে সভাপতিত্ব করেন। নাট্যকলা বিভাগের সহকারী অধ্যাপক এবং ওরিয়েন্টাল পেইন্টিং স্টাডি গ্রুপের আহ্বায়ক ড. মলয় বালা স্বাগত বক্তব্য দেন।

উদ্বোধনকালে উপাচার্য বলেন, সাধারণ মানুষের সুখ-দুঃখ, অর্জন ও প্রত্যাশার কথা ছবির মাধ্যমে শিল্পীদের তুলে ধরতে হবে। তিনি ওয়াশ পেইন্টিং বিষয়ে কর্মশালা আয়োজন করায় সংশ্লিষ্টদের ধন্যবাদ জানান এবং আশা প্রকাশ করেন, শিক্ষার্থীদের মেধা বিকাশে এই কর্মশালা গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে।

উল্লেখ্য, সপ্তাহব্যাপী এ প্রদর্শনীতে নাট্যকলা বিভাগের অর্ধশতাধিক শিক্ষার্থী অংশগ্রহণ করেছেন।

(ওএস/এস/জুন ০১, ২০১৪)