স্টাফ রিপোর্টার : সাংবাদিক দম্পতি সাগর সারোয়ার ও মেহরুন রুনির হত্যার বিচার দাবিতে এক মাসের আল্টিমেটাম দিয়েছে ঢাকা রিপোর্টার্স ইউনিটি (ডিআরইউ)। বৃহস্পতিবার দুপুরে ঢাকা রিপোর্টার্স ইউনিটি চত্বরে সমাবেশ শেষে ইউনিটির সভাপতি জামাল উদ্দিন এ আল্টিমেটাম দেন।

তিনি বলেন, এর মধ্যে (এক মাস) হত্যাকারীদের শনাক্ত করে বিচারের আওতায় না নিয়ে আসলে গণসংযোগ, গণস্বাক্ষর, মিছিল ও সমাবেশ করা হবে। সাংবাদিকরা ঐক্যবদ্ধভাবে আন্দোলন করলে সাংবাদিকদের দাবির কাছে সরকারকে মাথা নত করতেই হবে।

ডিআরইউর সাধারণ সম্পাদক রাজু আহাম্মেদের সঞ্চালনায় সাংবাদিক নেতারা সামবেশে সরকারকে প্রশ্ন রেখে বলেন, খুনিরা কী রাষ্ট্রের চেয়েও বেশি শক্তিশালী। সরকার কেন তাদের গ্রেফতার করতে পারছে না। দেশে কী আইনের শাসন নেই। তবে কেন বছরের পর বছর আন্দোলন করেও সাগর-রুনির খুনিদের শনাক্ত করা যাচ্ছে না।

বিচার কাজে বাধা হিসেবে কোনো সাংবাদিকের হাত থাকলে তাকেও গ্রেফতার করার দাবি জানান সাংবাদিক নেতারা।

বাংলাদেশ ফেড়ারেল সাংবাদিক ইউনিয়নের সাবেক সভাপতি রুহুল আমিন গাজী বলেন, সরকার বিভিন্ন সময় বিভিন্ন হত্যাকাণ্ডের খুনিদের শনাক্ত করেছে। কিন্তু চার বছর সময় অতিবাহিত হলেও আজও সাগর-রুনির হত্যাকাণ্ডের খুনিদের শনাক্ত করতে পারেনি পুলিশ।

তিনি আরো বলেন, তৎকালীন সময়ে স্বরাষ্ট্রমন্ত্রী সাহারা খাতুন ৪৮ ঘণ্টার মধ্যে খুনিদের শনাক্ত ও গ্রেফতার করা হবে বললেও আজ ৪৮ মাসেও সে হত্যাকারীদের শনাক্ত করতে পারেনি।

সমাবেশে ঢাকা রিপোর্টার্স ইউনিটের সাবেক সভাপতি মোস্তাক আহমেদ, সাবেক সাধারণ সম্পাদক ইলিয়াস খান, সাজ্জাদ হোসেন খান তপু, প্রবীণ সাংবাদিক খুদরত-ই খুদা, রফিকুল ইসলাম আজাদ, ঢাকা সাংবাদিক ইউনিয়নের সাবেক সাধারণ সম্পাদক শাবান মাহমুদ, বাংলাদেশ ক্রাইম রিপোর্টার্স অ্যাসোসিয়েশনের সভাপতি মাহবুর আলম লাভলু, মনিরুজ্জামান উজ্জল প্রমুখ উপস্থিত ছিলেন।

(ওএস/এএস/ফেব্রুয়ারি ১১, ২০১৬)