আঞ্চলিক প্রতিনিধি, বরিশাল : বরিশালের আগৈলঝাড়ায় নব বর বধূবাহী বিয়ের গাড়ীর ধাক্কায় স্কুল ছাত্রী গুরুতর আহত। গুরুতর আহতাবস্থায় ছাত্রীকে হাসপাতালে ভর্তি।

প্রত্যক্ষদর্শী সূত্রে জানা গেছে, উপজেলার গৈলা ইউনিয়নের মধ্য শিহিপাশা গ্রামের গোবিন্দ দাসের মেয়ে ও গৈলা মডেল মাধ্যমিক বিদ্যালয়ের ষষ্ঠ শ্রেনীর ছাত্রী পায়েল দাস বৃহস্পতিবার দুপুরে নিজ বাড়ি থেকে স্কুলে যাচ্ছিল। ওই ছাত্রী রথখোলা নামক স্থানে আগৈলঝাড়া-ঢাকা মহাসড়ক পারাপারের সময় বরিশাল থেকে ছেড়ে আসা ৪২ জনতে নিয়ে বর ও নব বধূবাহী বিয়ের গাড়ী ঢাকা চ-৩৪৭৭ ধাক্কায় গুরুতর আহত হয়।

তাৎক্ষনিক স্থানীয়রা আহত ছাত্রীকে উদ্ধার করে আগৈলঝাড়া হাসপাতালে ভর্তি করে। যাত্রিরা যানান, তারা বরিশাল থেকে বাগেরহাটের রামপাল যাচ্ছিলেন।

খবর পেয়ে এসআই হাসানুজ্জামান ঘটনাস্থলে গিয়ে গাড়ীর চাল সেলিম মিয়াকে আটক করে। আটক সেলিম রূপসা থানার জাবুসা গ্রামের দাউদ আলী মিয়ার ছেলে। তিনি আরও জানান, আহত ছাত্রীর পরিবার অভিযোগ দিলে আইনগত ব্যবস্থা নেয়া হবে।


(টিবি/এএস/ফেব্রুয়ারি ১১, ২০১৬)