মাদারীপুর প্রতিনিধি : প্রাইভেটকারে বিশ্বজাকের মঞ্জিলের পোষ্টার টাঙ্গিয়ে মাদক পরিবহণ করতে গিয়ে পুলিশের কাছে দুই মাদক ব্যবসায়ী আটক হয়েছেন। বৃহস্পতিবার দুপুরে মাদারীপুর শিবচর কাওরাকান্দি ফেরি ঘাটে একটি প্রাইভেটকারে ১ মণ গাঁজাসহ জহির মিয়া (২২) ও  চালক সাকিল মিয়াকে (২১) আটক করেছে শিবচর থানা পুলিশ।

শিবচর থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. জাকির হোসেন মোল্লা বলেন, গোপন সংবাদের ভিত্তিতে মাদারীপুর শিবচর উপজেলার কাওরাকান্দি ফেরিঘাটে শিবচর থানা পুলিশের একটি টিম অভিযান চালায়। এসময় একটি প্রাইভেটকার (ঢাকা-মেট্রো-খ-১২-৮০৪৮) গাড়ি সন্দেহ হলে তল্লাসী করে।

গাড়ির ব্যাগ ঢালার মধ্যে তিনটি প্যাকেটে প্রায় ১ মণ গাঁজা পাওয়া যায়। পুলিশ এসময় গাড়িতে থাকা জহির মিয়া ও চালক সাকিল মিয়াকে আটক করে। গাজা বহনকারী প্রাইভেটকারটি জব্দ করা হয়েছে। পুলিশ আরও জানায়, আটকরা ঢাকা থেকে গাজা বহণ করে এনেছে। কাকলী ফেরিতে করে পদ্মা নদী পাড় হয়ে কাওরাকান্দি ঘাটে আসলে পুলিশ তাদের আটক করে।

আটক জহির মিয়া কুমিল্লা সদর থানার চায়ুলপুর গ্রামের মফিজুল ইসলামের ও চালক সাকিল মিয়া একেই জেলার জালুয়া পাড়া গ্রামের বাবুল মিয়া ছেলে।

আটক জহির মিয়া বলেন, ঢাকা থেকে গাঁজা নিয়ে বরিশাল যাচ্ছিল। প্রাইভেটকার ও গাজার মালিক কুমিল্লা সদর থানার চায়ুলপুর গ্রামের মাদক ব্যবসায়ী মো. ইকবাল হোসেনের।

(এএসএ/এএস/ফেব্রুয়ারি ১১, ২০১৬)