পীরগঞ্জ (রংপুর) প্রতিনিধি : রংপুরের পীরগঞ্জ উপজেলা পরিষদ ভবনের হলরুমে নিম্নমানের কাজ ও ইট ব্যবহারের অভিযোগ পাওয়া গেছে। গতকাল বৃহষ্পতিবার সকালে স্থানীয় কয়েকজন সচেতন ব্যক্তি ওই কাজের বিরুদ্ধে ইউএনও, উপজেলা ইঞ্জিনিয়ারের কাছে অভিযোগ করেছে।

অভিযোগে জানা গেছে, পীরগঞ্জ সদরে মেসার্স পারভেজ কন্সট্রাষ্কশন ৪ কোটি ৭ লাখ টাকা ব্যয়ে ৪ তলা বিশিষ্ট উপজেলা পরিষদ ভবন নির্মানের কাজ করছে। কাজটির সাথে একটি বড় হলরুমও নির্মাণ করা হচ্ছে। ওই কাজে বিভিন্ন সময়ে অনিয়মের অভিযোগ উঠলেও রহস্যজনক কারণে সংশ্লিষ্ট বিভাগ তা আমলে নেয়নি।

হলরুমের নির্মাণ কাজে নিম্নমানের সামগ্রী, স্লাভ ঢালাইয়ে অপরিষ্কার খোয়া এবং ২য় শ্রেণীর ইট ব্যবহার করা হচ্ছে বলে কয়েকজন ব্যক্তি কাজটির তদারকি কর্মকর্তা উপজেলা এলজিইডির উপসহকারী প্রকৌশলী হাবিবুর রহমানকে মোবাইল ফোনে অবগত করেন। এরপর ইউএনও এবং উপজেলা ইঞ্জিনিয়ারকে অভিযোগ করে। ওই সময় উপস্থিত স্থানীয় ঠিকাদার গোলাম ফারুক সোহেল বলেন- কাজটিতে একটু-আধটু ত্রুটি রয়েছে।

সেগুলো মেরামত করলেই হবে। পাশাপাশি যে ইট দিয়ে কাজ হচ্ছে, সেটি ভাল নয়। অভিযোগকারী উপজেলা জাতীয় পার্টির নেতা নোমান ইকবাল খসরু, সাবেক উপজেলা ভাইস চেয়ারম্যানের ভাই আ’লীগ নেতা শাহজাহান মন্ডলসহ কয়েকজন বলেন- চলমান কাজটিতে ঠিকাদার ফাঁকি দিচ্ছে। আমরা ঠিকাদারের দুর্নীতির কথা সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে অভিযোগ করেছি। কিন্তু তা আমলে নেয়া হয়নি।

সাবেক সেনা সদস্য লেলিন মিয়া বলেন- এসও (উপসহকারী প্রকৌশলী হাবিবুর রহমান) কে অভিযোগ করলে তিনি বলেন আমরা বিষয়টি নিয়ে অফিসে আলোচনা করছি। ঠিকাদার ওমর ফারুক বলেন- আমার ইট-বালুর কাজ নেই। এখন যেটা কাজ হবে, সেটা ওভার কাজ, ইষ্টিমেটের বাইরে। কাজটির সাইনবোর্ড নেই কেন এ প্রশ্নের উত্তরে ঠিকাদারী প্রতিষ্ঠানটির ম্যানেজার টিপু মুন্সী বলেন- সাইন বোর্ড চুরি হয়ে গেছে।

এ ব্যাপারে উপজেলা ইঞ্জিনিয়ার মজিবর রহমান বলেন- আমাকে কেউ অভিযোগ করেনি।
(জিকেবি/এএস/ফেব্রুয়ারি ১১, ২০১৬)