সাবিত্রী রায় ,নিউ ইয়র্ক: নিউ ইয়র্কে বাংলাদেশ কনস্যুলেট জেনারেলের দপ্তর পরিদর্শন করলেন পররাষ্ট্র প্রতিমন্ত্রী মোঃ শাহরিয়ার আলম এমপি। গত বুধবার কনস্যুলেট পরিদর্শনে এলে কনসাল জেনারেল  শামীম আহসান এনডিসি ও কর্মরত কর্মকর্তা-কর্মচারিরা তাঁকে ফুলেল শুভেচ্ছা জানান। এ খবর দিয়েছে বার্তা সংস্থা বাংলা প্রেস।

কনসুলেট জেনারেলের কর্মকর্তা-কর্মচারিদের সাথে মতবিনিময়কালে পররাষ্ট্র প্রতিমন্ত্রী প্রবাসীদের সার্বিক কল্যাণ নিশ্চিতকরণে প্রধানমন্ত্রী শেখ হাসিনার দৃঢ় প্রতিজ্ঞার কথা উল্লেখ করে বলেন, বাংলাদেশ আজ জাতীয় এবং আন্তর্জাতিক ক্ষেত্রে বহুমাত্রিক সাফল্য লাভ করেছে। দেশের এ সাফল্যে আমরা গর্বিত। আমাদের প্রাপ্ত সফলতা নিয়ে এখন আমরা বিশ্বের দরবারে মাথা উঁচু করে দাড়াঁতে পারিন। এ গর্ব নিয়ে কনস্যুলেট কর্মকর্তা-কর্মচারিদের কাজ করে যাওয়ার আহবান জানান প্রতিমন্ত্রী। একই সঙ্গে তিনি নিউ ইয়র্ক বাংলাদেশ কনস্যুলেট জেনারেলের আওতাধীন এলাকায় কনস্যুলার সেবা প্রত্যাশীদের সংখ্যা উত্তরোত্তর বৃদ্ধি পাওয়ায় সেবা প্রদানের মানসিকতা কাজ করারও পরামর্শ দেন।

কনসাল জেনারেল শামীম আহসান কনস্যুলেটের নানা ধরনের কার্যক্রমের বিষয় প্রতিমন্ত্রীকে অভিত করেন তুলে ধরেন। পররাষ্ট্র মন্ত্রণালয় থেকে সম্ভাব্য সবধরণের সহযোগিতা প্রদানের আশ্বাস প্রদান দেন প্রতিমন্ত্রী। এরপর তিনি কনস্যুলেট অফিসের বিভিন্ন কক্ষ ঘুরে দেখেন। কনস্যুলার সেবা নিতে অপেক্ষমান প্রচুর সংখ্যক প্রবাসীদের মধ্যে কারো কারো সাথে তিনি কথা বলেন এবং তাদের খোঁজ-খবর নেন।

পররাষ্ট্র প্রতিমন্ত্রী জাতিসংঘের একটি গুরুত্বপূর্ণ কার্যক্রমে অংশগ্রহণের জন্য নিউ ইয়র্ক অবস্থান করছেন। পরে তিনি কনস্যুলেট অফিসের বিভিন্ন কক্ষ ঘুরে দেখেন। কনস্যুলার সেবা নিতে অপেক্ষমান প্রচুর সংখ্যক প্রবাসীদের মধ্যে কারো কারো সাথে তিনি কথা বলেন এবং তাদের খোঁজ-খবর নেন।

উল্লেখ্য, মাননীয় পররাষ্ট্র প্রতিমন্ত্রী জাতিসংঘের একটি গুরুত্বপূর্ণ কার্যক্রমে অংশগ্রহণের জন্য বর্তমানে নিউইয়র্ক অবস্থান করছেন।


(এসআর/এস/ফেব্রুয়ারি১২,২০১৬)