নওগাঁ প্রতিনিধি : উত্তরাঞ্চলের শীতের তীব্রতা আর নেই বললেই চলে। শীতের সেই জড়তা কাটিয়ে উঠছে মানুষ। তাই যেনো সংস্কৃতিমনা মানুষের উপস্থিতিটা ছিল লক্ষনীয়। ভাষার মাস ফেব্রুয়ারিতে সব কিছুতেই যেনো বাংলার ছোঁয়া লেগেছে। যে ভাবেই হোক তাতে তো মাতৃভাষা সম্পর্কে মানুষ জানতে পারছে মাতৃভাষার অতীত আর বর্তমান ইতিহাস।

উত্তরের মফঃস্বল শহর নওগাঁতে একটু যেনো নতুন মাত্রা যোগ করেছে চিত্র প্রদর্শনী। বৃহস্পতিবার সন্ধ্যায় নওগাঁয় শিল্পকর্ম প্রদর্শণীর মধ্যদিয়ে শাহ আলম চৌধুরী চারুপাঠের তিন দিনব্যাপী ৫ম প্রতিষ্ঠা বার্ষিকীর কর্মসূচী উদ্বোধন করা হয়েছে। মুক্তি কমিউনিটি সেন্টারে অনুষ্ঠানের উদ্বোধন করেন, রাজশাহী বিশ্ববিদ্যালয়ের নাট্যকলা বিভাগের চেয়ারম্যান ও শাহ আলম চৌধুরী চারুপাঠের সহ-সভাপতি ড. শাবিন শাহরিয়ার।

এসময় আবৃত্তি পরিষদের সভাপতি ডা. ময়নুল হক দুলদুল, দৈনিক ইত্তেফাকের ষ্টাফ রিপোর্টার ও এটিএন বাংলা’র সংবাদ পাঠক আসিফুর রহমান সাগর, কবি ও প্রাবন্ধিক আতাউল হক সিদ্দিকী, সাংবাদিক কায়েস উদ্দিন, শাহ আলম চৌধুরী চারুপাঠের পরিচালক মাগফুরুল হাসান বিদ্যুৎ, চারুপাঠের শিক্ষক রফিকুদ্দৌলা রাব্বী, তারিক হাসান, এসএম মাহফুজুর রহমান শিমুল, শাহিন রেজা অর্ণব উপস্থিত ছিলেন।

শিল্পকর্ম প্রদর্শণীতে শাহ আলম চৌধুরী চারুপাঠের শিক্ষক রাজশাহী বিশ্ববিদ্যালয়ের চারুকলা অনুষদের (চিত্রকলা) এমএফএ মাষ্টার্সের শিক্ষার্থী তারিক হাসানের ৪টি শিল্পকর্ম, চারুকলা (মৃৎশিল্প) বিভাগের মাষ্টার্সের শিক্ষার্থী দুলাল হোসাইন শাহ’র ৪টি শিল্পকর্ম, এমএফএ গ্রাফিক্স ডিজাইনের শিক্ষার্থী শাহিন রেজার ৭টি, বিএফএ অনার্স চিত্রকলা বিভাগের শিক্ষার্থী এসএম মাহফুজুর রহমান শিমুলের ৪টি এবং নওগাঁ সরকারী কলেজের উচ্চ মাধ্যমিকের শিক্ষার্থী মুস্তাকীম সাদাত মাফিনের ৪টি শিল্পকর্ম প্রদর্শণীতে স্থান পেয়েছে। এছাড়া রাতে অনুষ্ঠিত হয়েছে মনোজ্ঞ সাংস্কৃুতিক অনুষ্ঠান।

(বিএম/এএস/ফেব্রুয়ারি ১২, ২০১৬)