বালিয়াকান্দি (রাজবাড়ী) প্রতিনিধি : এগারো মাসের ব্যবধানে দুই বার বালিয়াকান্দি উপজেলা হিন্দু-বৌদ্ধ-খ্রিষ্টান ঐক্য পরিষদের সভাপতির বাড়িতে চুরির ঘটনায় শুক্রবার সকাল ১২টায় বালিয়াকান্দি উপজেলার রায়পুর শ্বশান মন্দিরে বালিয়াকান্দির হিন্দু নেতারা মতবিনিময় সভায় এই সিধান্ত নেয়।

সভা থেকে বলা হয় আগামী সোমবার বিক্ষোভ কর্মসূচীর মধ্যদিয়ে আরো কঠোর কর্মসূচী আসবে। বালিয়াকান্দি উপজেলা আওয়ামীলীগের সহ-সভাপতি, জঙ্গল ইউনিয়নের বর্তমান চেয়ারম্যান বলেন বালিয়াকান্দিতে হিন্দুদের সংখ্যাগরিষ্ঠতা থাকার কারনে হিন্দু নেতাদের মনোবল ভেঙ্গে দেশান্তরের একটা সুষ্পষ্ট কৌশল মাত্র ব্রিটিশ জমিদার বাড়ির ব্রিগহ চুরি।

বালিয়াকান্দি কলেজের অধ্যক্ষ (অবঃ) বাবু বিনয় কুমার চক্রবর্ত্তীর সভাপতিত্বে মতবিনিময় সভায় বক্তব্য রাখেন রাজবাড়ী জেলা পূজা পরিষদের সহ-সভপতি উপন্দ্র নাথ রায়। তিনি ক্ষোভ প্রকাশ করে বলেন মাশালিয়া কালাচাঁদ মন্ডলের জমি দখলের ঘটনা নিয়ে আওয়ামীলীগের নেতারা সাত দিনের আল্টিমেটাম দিয়ে গেলেন কিন্তু আজ প্রায় সাত মাস হতে চললো দিনমজুর কালাচাঁদ সব হাঁরিরে আজ আদালতে বারান্দায়।

অধ্যাপক সুজয় কুমার পাল আওয়ামীলীগ নেতাদের উদ্দেশে বলেন, এই সমস্ত ঘটনার সাথে আওয়ামীলীগ নেতারা জড়িত বলেই এদের বিচার হচ্ছে না যে কারণে বর্তমান সরকারের ভাবমূর্তী নষ্ট হচ্ছে। মন্দিরের বিগ্রহ চুরির ঘটনা দেখভাল করার জন্য জাতীয় হিন্দু নেতাদের একটি প্রতিনিধি দল গোঁসাই গোবিন্দপুরে আসলে সেখানে সহকারি পুলিশ সুপার মোঃ রবিউল ইসলাম বলেন আমার কর্মময় জীবনের সবচেয়ে গুরুত্ব দিয়ে এই বিষয়টা তদন্ত করে ব্যবস্থা গ্রহণ করবো। তিনি নেতাদের আসত্ব করে বলেন ইতমধ্যেই রাজবাড়ী পুলিশের বিশের শাখার মেধাবী কর্মকর্তা পুলিশের উপ-পরিদর্শক মোঃ নিজামকে এই মামলার তদন্তের দায়িত্বভার দেওয়া হয়েছে।

(ডিবি/এএস/ফেব্রুয়ারি ১২, ২০১৬)