ঈশ্বরদী (পাবনা)প্রতিনিধি : গতকাল শনিবার হিন্দু ধর্মাবলম্বীদের সরস্বতী পূজা অনুষ্ঠিত হয়েছে। সরস্বতী বিদ্যা ও শিল্পকলার দেবী। মাঘ মাসের শুক্লপক্ষের পঞ্চমী তিথিতে ভক্তরা ভক্তি ভরে বাক দেবী সরস্বতীর পূজা করেন-বিশেষ করে শিক্ষার্থীরা। শুক্রবার বিকেলে কোথায়ও কোথায়ও এবং শনিবার বেল সাড়ে ১১টা পর্যন্ত ঈশ্বরদীর প্রায় ৬০ স্থায়ী, অস্থায়ী এবং বাড়িতে এই পূজা অনুষ্ঠিত হয়।

ভক্তরা পুষ্পঞ্জলী দেন। দেবীর সামনে হাতেখড়ি দিয়ে শিশুদের বিদ্যার সূচনা হয়। সন্ধ্যা আরতির সময় বিভিন্ন পূজামন্ডপে ভক্তদের বিপুল সমাগম ঘটে।

ঈশ^রদীর ঠাকুরবারিতে সত্য নারায়ন বিগ্রহ মন্দির কমিটি, স্কুলপাড়ায় শতরূপা সংঘ, মাতৃ মন্দিরে কিশালয় সংঘ, পিয়ারাখালি মন্দিরে হরে কৃষ্ণ সম্প্রদায়সহ ঈশ^রদীতে প্রায় ৬০টি স্থানে এবারে সরস্বতী পূজা অনুষ্ঠিত হচ্ছে। পূজা অর্চনা ছাড়াও প্রসাদ বিতরণ, আলোকসজ্জা ও সাংস্কৃতিক অনুষ্ঠানেরও আয়োজন করা হয় কোন কোন মন্দিরে।

(এসকে/এস/ফেব্রুয়ারি১৩,২০১৬)