নিউজ ডেস্ক : চুলের যত্নে শ্যাম্পুর বিকল্প নেই। কিন্তু কোন ধরনের চুলে কেমন শ্যাম্পু ব্যবহার করা দরকার তা জানাটা জরুরি। কারণ, চুলের ধরন বুঝে শ্যাম্পু না করলে উপকারের থেকে ক্ষতিই বেশি। তাই চলুন জেনে নিই কোন চুলে কেমন শ্যাম্পু ব্যবহার করা প্রয়োজন-

* শুষ্ক চুলে ময়েশ্চারাইজার ছাড়া ক্লিয়ার শ্যাম্পু ব্যবহার করবেন না। ওমেগা থ্রি আছে এমন ময়েশ্চারাইজার শ্যাম্পু ব্যবহার করুন।

* তৈলাক্ত চুলে প্লেন শ্যাম্পু ব্যবহার করুন। দেখতে স্বচ্ছ হলে বুঝবেন প্লেন শ্যাম্পু। ডিটারজেন্ট বেস শ্যাম্পু বা ঘন ক্রিমের মতো শ্যাম্পু ব্যবহার করবেন না। তৈলাক্ত চুল শ্যাম্পু করার পর নেতিয়ে থাকে। শ্যাম্পুর সঙ্গে সামান্য বেকিং পাউডার মিশিয়ে নিন। চুলের গোড়ার অতিরিক্ত তেল চুষে নেবে।

* কোঁকড়ানো চুল হলে ময়েশ্চারাইজিং শ্যাম্পু বেছে নিন। সপ্তাহে দুবার অলিভ অয়েল বা কাস্টার অয়েল লাগান। সকালে শ্যাম্পু করুন। চুলের ময়েশ্চার বজায় থাকবে।

* চুলে স্বাভাবিক মাইল্ড শ্যাম্পু ব্যবহার করুন, যা চুলের ময়েশ্চার ধরে রাখবে। স্ক্যাল্পে র্যাশ, চুলকানি হবে না- এ রকম শ্যাম্পু বেছে নিন।

* পাতলা চুল সহজে নেতিয়ে যায়। লেবু, ফলের রসসমৃদ্ধ শ্যাম্পু ব্যবহার করুন। ফ্রুট এসিড চুলের তেল-ময়লা পরিষ্কার করে, চুলের ভলিউম বাড়ায়।

* কালারড চুলের স্ক্যাল্পে পরিষ্কার করার দিকে বিশেষ নজর দিন। কালারড চুলের জন্য নির্ধারিত শ্যাম্পু ব্যবহার করুন।

(ওএস/এএস/ফেব্রুয়ারি ১৩, ২০১৬)