নাগরপুর (টাঙ্গাইল) প্রতিনিধি : টাঙ্গাইলের নাগরপুরে প্রাথমিক শিক্ষা থেকে ঝড়ে পড়া শিক্ষার্থীদের নিয়ে পরিচালিত আনন্দ স্কুলের শিক্ষক শিক্ষার্থীদের পুরুস্কার বিতরণ উপজেলা অডিটরিয়ামে অনুষ্ঠিত হয়েছে।

বিশ্ব ব্যাংক ও বাংলাদেশ সরকারের যৌথ সহযোগিতায় গঠিত প্রকল্প (রস্ক) ফেইস-২) এর আওতায় নাগরপুরে পরিচালিত ৬৩টি আনন্দ স্কুল থেকে ৫জন শিক্ষক ও প্রায় ২শত শিক্ষার্থীদের মাঝে পুরুস্কার বিতরণ করা হয়।

উপজেলা নির্বাহী অফিসার আলমগীর হুছাইনের নিজস্ব ব্যবস্থাপনায় উক্ত পুরুস্কার বিতরণী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব (উন্নয়ন) মোঃ গিয়াস উদ্দিন আহম্মেদ। এতে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন, টাঙ্গাইল জেলা প্রশাসক মাহবুব হোসেন, উপ-সচিব ও রস্কের উপ-প্রকল্প পরিচালক ইফতেখার আহম্মেদ, অন্যান্যদের মধ্যে আরো বক্তব্য রাখেন, উপজেলা সহকারী কমিশনার (ভূমি) আবু সাঈদ, শিক্ষা কর্মকর্ত মোঃ খোরশেদ আলম প্রমুখ। এসময় উপজেলার শিক্ষক-শিক্ষার্থীসহ বিভিন্ন স্তরের ব্যাক্তিবর্গ উপস্থিত ছিলেন।

(এটি/এএস/ফেব্রুয়ারি ১৩, ২০১৬)